বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৮:৪৯ এএম

পাঁচ বছর পর জানা গেল সুশান্তের মৃত্যুরহস্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৮:৪৯ এএম

পাঁচ বছর পর জানা গেল সুশান্তের মৃত্যুরহস্য

ছবি: সংগৃহীত

 অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে পাঁচ বছর পর তদন্তের সমাপ্তি ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। 

২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ের বান্দ্রার একটি ভবনে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়, যা দেশব্যাপী এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। দীর্ঘ এই তদন্তের পর সিবিআই সুশান্তের মৃত্যুসংক্রান্ত দুটি মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

প্রাথমিকভাবে, সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হয়েছিল, যা সিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে। তদন্তে কোনো খুন বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুশান্তের মৃত্যুর পর প্রথমে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছিল এবং তারা ময়নাতদন্তের ভিত্তিতে আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছিল। কিন্তু সুশান্তের পরিবার বিশেষত তার বাবা কেকে সিং এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। 

২০২০ সালের আগস্টে সিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে।

সুশান্তের পরিবার অভিযোগ করেছিল, অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন এবং তার পরিবারের সদস্যরা সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন। আরও অভিযোগ ছিল রিয়া সুশান্তের খাবারে বিষ মিশিয়েছেন। তবে সিবিআই তদন্তে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি।

পরে রিয়া চক্রবর্তীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়। যেখানে তার দাবি ছিল, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং রাজপুত এবং একটি দিল্লির চিকিৎসক সুশান্তকে ভুল ওষুধ দিয়ে তার স্বাস্থ্য পরিস্থিতি অবনতি ঘটিয়েছিলেন।

সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, সুশান্তের মৃত্যু ছিল আত্মহত্যা এবং হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে মাদক সংক্রান্ত কোনো বিষয়ও উঠে আসেনি।

সুশান্তের মৃত্যু তদন্তের ঘটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল। 

সিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর রিয়ার আইনজীবী সতীশ মানশিণ্ডে সিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন।

 

আরবি/শিতি

Link copied!