বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০১:২০ পিএম

এবারের ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০১:২০ পিএম

এবারের ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

ছবি: সংগৃহীত

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতি বয়ে যায় এই বিশেষ দিনে চারদিকে খুশি এবং উল্লাসের বাতাস বয়ে যায়। ঈদকে কেন্দ্র ঘর-বাড়ি, হাট-বাজার, সব জায়গায় ঈদের রঙিন উল্লাস দেখা যায়। এর ব্যতিক্রম নয় বিনোদন জগতও। প্রতি বছর ঈদে একাধিক সিনেমা মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলো জমে উঠে। কারণ সারা বছরের চেয়ে ঈদের সময়ই সিনেমা দেখতে দর্শকদের ভিড় অনেক বেড়ে যায়।

এবছর ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা। যার মধ্যে- বরবাদ, দাগি, জংলি অন্যতম।

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তথ্যমতে, দেশে নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা ১৭০ থেকে ১৮০ হতে পারে। সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে। তাই অনেক সিনেমা শেষ মুহূর্তে মাল্টিপ্লেক্স টার্গেট করে মুক্তি দেওয়া হচ্ছে।

সংগঠনটি বলছে, এবারে ঈদে মালিকদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি নিয়ে। এছাড়াও বাকি ৬টি সিনেমা নিয়েও আগ্রহ দেখা গেছে প্রেক্ষাগৃহের মালিকদের।

বরবাদ: এবার দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খান অভিনিত ‘বরবাদ’। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

সিনেমার প্রযোজক সূত্রে জানা যায়, বরবাদের জন্য ১২০ প্রেক্ষাগৃহ চূড়ান্ত করা হয়েছে।

দাগি: এ সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন গত কয়েকবছরে বড় পর্দায় ঝড় তোলা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। মাল্টিপ্লেক্সের সব কটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দাগি’।

অন্তরাত্মা: এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’। যদিও এ সিনেমাটি মুক্তি পাবার কথা ছিল আরও চার বছর আগে। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটি ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও ৮টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে। ঈদের পরের সপ্তাহে নজর প্রযোজকের।

জংলি: ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ, শবনব বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি। যদিও এখন পর্যন্ত শুধুমাত্র মাল্টিপ্লেক্সের সব শাখায় মুক্তি দেয়ার চিন্তা রয়েছে প্রয়োজকদের। তবে পরবর্তীতে সিনেমার মেরিট বুঝে হল সংখ্যা বাড়ানো হতে পারে। এছাড়াও দেশের বাইরেও এই সিনেমা মুক্তির ব্যাপারে চুক্তি করা হয়ছে।

চক্কর ৩০২: এবারের ঈদে অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। তাদের ব্যবসায়িক কৌশল তৃতীয় সপ্তাহকে ঘিরে। বর্তমানে সিনেপ্লেক্সের সব কটি শাখা, যমুনা ও লায়নে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও ছবির টিজার আলোচনার জন্ম দিয়েছে।

জ্বিন ৩: এর আগের বছরগুলোর ঈদে জাজ মাল্টিমিডিয়া একাধিক সিনেমা মুক্তি দিলেও এবার শুধুমাত্র একটি সিনেমা মুক্তি দিতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বিন ১’ ও ‘জ্বিন ২’ ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। তবে এবার ‘জ্বিন ৩’ দিয়ে নতুন করে আলোড়ন তৈরি করতে চাই তারা। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া।

আরবি/আরডি

Link copied!