সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:১১ পিএম

তৃতীয় বিয়ের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা হিরো আলমের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:১১ পিএম

তৃতীয় বিয়ের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা হিরো আলমের

শুটিংয়ের মুহূর্তে হিরো আলম ও রিয়ামণি। ছবি: সংগৃহীত

হিরো আলমের জীবনে আবারও বেজেছে ‘বিদ্রোহের’ ঘণ্টা। পালক পিতার মৃত্যুর শোক মিশে গেছে দাম্পত্য কলহের বিষাদে। সম্পর্কের টানাপোড়েন আর সামাজিক মাধ্যমে বর্ণাঢ্য ঘোষণার মধ্যে দিয়ে সামনে এসেছে তার তৃতীয় বিয়ের ভবিষ্যৎ নিয়ে বড়সড় এক অনিশ্চয়তা।

হিরো আলমের পালক পিতা আবদুর রাজ্জাক ১৪ এপ্রিল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।পালক পিতা আবদুর রাজ্জাক ছিলেন হিরো আলমের জীবনের মেরুদণ্ড। তার মৃত্যুর কয়েক দিনের মাথায় স্ত্রী রিয়ামণির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন হিরো আলম। অভিযোগের তির একেবারে ব্যক্তিগত জীবন ভেদ করে যায়। বলেন, স্ত্রী তার বাবার অসুস্থতায় পাশে ছিলেন না, বরং সময় কাটিয়েছেন অন্য ছেলেদের সঙ্গে নাচ-গানে। ফেসবুক পোস্টে সরাসরি রিয়ামণিকে ‘বয়কট’ করে জীবন থেকে ছেঁটে ফেলার ঘোষণা দেন। হিরো আলমের ভাষায়, ‘ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি রাখা যায় না।’

এখানেই থেমে থাকেননি। ১৭ এপ্রিল বগুড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে কোরআন হাতে তুলে জানিয়ে দিলেন, রিয়ামণিকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা জানাতে গিয়ে বারবার বললেন, ‘মাফ করেছি বহুবার, আর না।’

তবে রিয়ামণির পাল্টা প্রতিক্রিয়াও কম বিস্ফোরক নয়। তিনি বলেন, ‘হিরো আলম মানসিকভাবে স্থিতিশীল নন, বিশেষ করে বাবার মৃত্যুর পর।’ একাধিক মাধ্যমে দেওয়া বক্তব্যে রিয়ামণি বারবার এ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমি চাচ্ছিলাম না পারসোনাল বিষয় নিয়ে মিডিয়ায় আসতে। কিন্তু উনি যেভাবে বাড়াবাড়ি শুরু করেছেন, তাতে আর চুপ থাকতে পারিনি।’

হিরো আলমের আগে আরও দুটি বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী সুমির সঙ্গেও কলহপূর্বক বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল আলোচনার ঝলকানিতে, শেষ হয়েছিল নীরব বিচ্ছেদে। রিয়ামণির সঙ্গে তার বিয়ে ছিল কিছুটা নাটকীয় মোড়ে—হিরো আলম নিজেই দাবি করেন, রিয়ামণিকে তিনি ‘ভালো পথে আনার জন্য’ বিয়ে করেছিলেন। এখন সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে সংশয়।

এই ঘূর্ণাবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমেও তুঙ্গে আলোচনার ঢেউ। কেউ বলছেন, হিরো আলম তার ব্যক্তিজীবন দিয়ে আরেকটি ‘চিত্রনাট্য’ সাজাচ্ছেন, আবার কেউ রিয়ামণির পেশাগত অতীত টেনে এনে তুলোধুনো করছেন তাকেই। তবে সাধারণ দর্শক বেশির ভাগ সময়েই মুখ টিপে হাসছেন—এ যেন হিরো আলমের ‘রিয়েলিটি শো’র আরেকটি পর্ব, যেখানে ট্র্যাজেডি আর গসিপ হাত ধরাধরি করে চলে।

এ ঘটনায় হিরো আলমের তৃতীয় বিয়ের সম্পর্কটিও সম্ভবত শেষের পথে। তবে এটি চূড়ান্ত হবে কিনা, সেটি সময়ই বলবে। বিয়ের সংখ্যায় হয়তো হিরো আলম এরই মধ্যে হাফ সেঞ্চুরির কাছাকাছি না গেলেও, নাটকীয় এক ব্যক্তিজীবনের কল্যাণে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ঠিকই পৌঁছে গেছেন আবারও।

আরবি/নক

Link copied!