মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত মালয়ালম চলচ্চিত্র ‘এল টু: এমপুরান’ মুক্তির আগেই রেকর্ড গড়েছে। মুক্তির এক ঘণ্টার মধ্যেই ৯৬ হাজার ১৪০টি টিকিট বিক্রি করে এটি ভারতের চলচ্চিত্র ইতিহাসে ঘণ্টায় সর্বোচ্চ প্রি-সেলসের রেকর্ড স্থাপন করেছে। এই সংখ্যাটি পূর্ববর্তী রেকর্ডধারী চলচ্চিত্রগুলো—বিজয়ের ‘লিও’, শাহরুখ খানের ‘জওয়ান’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’—এর টিকিট বিক্রিকে ছাড়িয়ে গেছে।
চলচ্চিত্রটির অগ্রিম বুকিং শুরু হয় ২১ মার্চ সকাল ৯টায় এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই দর্শকদের এমন সাড়া পাওয়া যায়, যা অভূতপূর্ব। কেরালায় সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। মোহনলালের বিশাল ভক্তগোষ্ঠীর মধ্যে ছবিটি ঘিরে আগ্রহ চোখে পড়ার মতো।
চলচ্চিত্রটির পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন এই সাফল্যের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এই সাড়া আমাদের প্রত্যাশারও বাইরে, এটা মালয়ালম চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।’ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, এক ঘণ্টায় ৯৬ হাজারের বেশি টিকিট বিক্রি হওয়া ভারতের সিনেমা ইতিহাসে প্রথম।
‘এল টু: এমপুরান’ ২০১৯ সালের ব্লকবাস্টার ‘লুসিফার’-এর সিক্যুয়েল। এটি একসঙ্গে মালয়ালম, তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। এই ছবিটি মালয়ালম ইন্ডাস্ট্রিতে প্রথম, যা আইম্যাক্স ও এপিক ফরম্যাটে মুক্তি পেয়েছে।
এমপুরানের এই রেকর্ড-ব্রেকিং অগ্রিম বিক্রি প্রমাণ করে যে মোহনলাল ও পৃথ্বীরাজ সুকুমারনের জুটি দর্শকদের মধ্যে কতটা আগ্রহ ও প্রত্যাশা তৈরি করেছে। মালয়ালম চলচ্চিত্রের ইতিহাসে এটি এক নতুন মাইলফলক।