প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা এখন আর কেবল অভিনেত্রী নন, হয়ে উঠেছেন ইসলামী আদর্শে চলা এক সোশ্যাল ইনফ্লুয়েন্সার।
তার পোশাক, ভাষা, জীবনযাত্রা—সবকিছুতেই এখন ধর্মীয় অনুশাসনের ছাপ স্পষ্ট। আর এতেই খুঁজে পেয়েছেন নিজের শান্তি আর পরিচয়।
একসময় রঙিন দুনিয়ার কোলাহলে ক্যামেরার সামনে ব্যস্ত সময় কাটালেও এখন লুবাবা নিজেকে আবিষ্কার করেছেন অন্য আলোয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা পরা অবস্থায় ভিডিও শেয়ার করে জানিয়েছেন, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’
সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে ‘আলোকিত নারী’ পুরস্কার পেয়েছেন লুবাবা। সেই বিশেষ মুহূর্ত শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
যদিও একসময় লাইফস্টাইল বদলে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে, এখন সেই বদলেই প্রশংসিত হচ্ছেন।
ধর্মীয় ভাবনায় পথচলা এ তরুণী বর্তমানে নিয়মিত ভ্লগিং করেন। একদিকে ইসলামী ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে জনপ্রিয়তা পাচ্ছেন, অন্যদিকে দেখা যায় ভিডিও ব্লগ আর ট্যুর ।
ভিন্ন পথের এ যাত্রায় লুবাবা নিজের মতো করেই সাজাচ্ছেন জীবন—আলোকিত, আস্থাভরা আর আত্মবিশ্বাসী।