ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বাফুফে‍’র মার্কেটিং কমিটির সদস্য নিযুক্ত হলেন জোহাদ রেজা চৌধুরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১২:২০ এএম
নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট ব্যান্ড তারকা জোহাদ রেজা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ, নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী এবার নতুন পরিচয়ে আলোচনায়। সম্প্রতি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মার্কেটিং কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। এই নিযুক্তি কেবল তার পেশাগত দক্ষতার স্বীকৃতি নয়, বরং তার ফুটবলের প্রতি গভীর ভালোবাসারও প্রতিফলন।

জোহাদ রেজা চৌধুরী দেশের রক মিউজিকের অগ্রগামী ব্যান্ড নেমেসিসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তার কণ্ঠে ‘অ-বসবাস’, ‘ঘুড়ি’, ‘না ঘুমেদের গান’, ‘হোল্ড অন’, ‘কল্পরাজ্য’সহ বহু জনপ্রিয় গান স্থান করে নিয়েছে তরুণ প্রজন্মের হৃদয়ে। রক মিউজিকের মতোই ঝাঁঝালো তার ভাবনা, অনন্য আর স্পষ্ট; ঠিক যেমন একটা হেভি গেইনের গিটার রিফ—প্রথমেই কানে লেগে থাকে।

তবে সঙ্গীতের বাইরেও তার আরেকটি পরিচয়—জোহাদ রেজা চৌধুরী একজন নিবেদিত ফুটবলপ্রেমী। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দল ম্যানচেস্টার ইউনাইটেডের কট্টর সমর্থক তিনি। মাঠে তার চোখ, মাঠের বাইরেও তার মন। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল নিয়ে তার উচ্ছ্বাস, ম্যাচ বিশ্লেষণ এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। আবার কখনও কখনও সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের সাথে ফুটবল ব্যান্টারে অংশ নিতেও দেখা যায় এই রকস্টারকে।

এরই ধারাবাহিকতায় বাফুফের মার্কেটিং কমিটিতে তার অন্তর্ভুক্তি যেন কোনও রক কম্পজিশনে নতুন এক আর্পেজিও যোগ হওয়ার মতো—পুরনো ছকে নতুন সুর। তার সৃজনশীলতা, জনসংযোগ দক্ষতা এবং জনপ্রিয়তা দেশের ফুটবলকে নতুন মাত্রায় নিয়ে যেতে সহায়তা করবে।

বাফুফের একটি ইভেন্টে সংগঠনটির সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিমের সঙ্গে দেখা হয় জোহাদ রেজা চৌধুরীর। মূলত সেখানেই ফাহাদ করিমের আহ্বানে সাড়া দিয়ে বাফুফের মার্কেটিং কমিটিতে যুক্ত হন তিনি।

রূপালী বাংলাদেশকে জোহাদ বলেন, ‘ফুটবল আমার সবচেয়ে প্রিয় খেলা। আমি চাই বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগ ফিরে আসুক।’

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘৮০-এর দশক এবং ৯০-এর দশকের প্রথমদিকে ফুটবল এদেশে ব্যাপক জনপ্রিয় হলেও একসময় ক্রিকেট সেই জায়গা দখল করে নেয়। তবে ফুটবলেও সমূহ সম্ভাবনা আছে একই রকম জনপ্রিয়তা অর্জন করার।’

বাফুফের সঙ্গে ব্যান্ড তারকা জোহাদ চৌধুরীর এই একত্রীকরণে ব্যাপক উচ্ছ্বসিত তার ভক্তকুল। বিশেষ করে তরুণদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে তার উপস্থিতি হতে পারে একধরনের অনুপ্রেরণার অ্যান্থেম।

এই নিযুক্তি প্রমাণ করে, সঙ্গীতশিল্পী হিসেবে তার সাফল্যের পাশাপাশি সমাজের অন্যান্য ক্ষেত্রেও তিনি অবদান রাখতে প্রস্তুত। জোহাদ রেজা চৌধুরীর এই নতুন যাত্রা দেশের ফুটবল অঙ্গনে এক নতুন বিট, নতুন গ্রুভ নিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা।