সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৬:১৩ পিএম

বিমানের ইকোনমি ক্লাসে চড়লেন সুপারস্টার রজনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৬:১৩ পিএম

বিমানের ইকোনমি ক্লাসে চড়লেন সুপারস্টার রজনী

এভাবেই সাধারন বেশে বিমানে দেখা যায় দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকে। ছবি: সংগৃহীত

নতুন সিনেমার কাজ শেষ করে বিমান ধরলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তবে আশ্চর্যের ব্যাপার, তিনি ইকোনমি ক্লাসেই ভ্রমণ করলেন। বিমানে উঠতেই যেন ঝড় উঠল যাত্রীদের মাঝে। 

মুহূর্তের মধ্যে চারপাশ থালাইভা থালাইভা ধ্বনিতে মুখর হয়ে উঠল। রজনীকান্ত হাসিমুখে হাত নাড়লেন, সবাইকে শুভেচ্ছা জানালেন। এমনকি পরে নিজ আসনে গিয়ে শান্তভাবে বসেও পড়লেন। এই দৃশ্য দেখে বিমানের কেবিন যেন পরিণত হলো এক প্রাণোচ্ছ্বল মঞ্চে।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে এয়ার ইন্ডিগো বিমানের ইকোনমি ক্লাসে চেপে তিনি ফিরছিলেন নতুন ছবি ‘জেলার ২’-এর শুটিং শেষ করে। 

সেই ফ্লাইটেই উঠে এক যাত্রী এক্সে লেখেন, ‘ঠিক ধরেছেন। আমি কাঁদছি, কাঁপছি। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে’। এক মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে পড়ে। 

অন্যদিকে আরেক গণমাধ্যম বলছে, এ দৃশ্য দেখে বোঝাই যায় কেন রজনীকান্ত শুধু নামেই নন, ব্যবহারেও সত্যিকারের মহাতারকা।

এটা অবশ্য প্রথমবার নয়। ২০২৪ সালেও রজনীকে একইভাবে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে দেখা গিয়েছিল। অন্ধ্রপ্রদেশের কাদাপা থেকে উড়ে যাওয়ার পথে তিনি বিমানের কেবিন ক্রু ও সহযাত্রীদের সঙ্গে হাসিমুখে গল্পে মেতে উঠেছিলেন। তার ভক্তি এবং বিনয়ের এমন নজির খুব কমই দেখা যায়।

‘জেলার ২’ ছাড়াও রজনীকান্তের আরেকটি সিনেমা ‘কুলি’ নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ‘কুলি’ পরিচালনা করছেন লোকেশ কানাগারাজ এবং ‘জেলার ২’ পরিচালনায় আছেন নেলসন দিলীপকুমার। তারকা হয়েও তার পা মাটিতে, এটুকুই যেন বারবার মনে করিয়ে দেন রজনীকান্ত। ভক্তরা বলছেন, ‘রজনীকান্ত আকাশে উড়লেও তার হৃদয় মাটিতেই’।

আরবি/নক

Link copied!