ঢালিউড সিনেমার চিত্রনায়িকা সারা জেরিনের মা বেবী রহমান (৫৫) আর নেই। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় মেয়ে সারা জেরিনের বাসায় তিনি ইন্তেকাল করেছেন। খুলনার পারিবারিক কবরস্থানে তাকে রাতেই চিরনিদ্রায় শায়িত করা হবে বলে দৈনিক রূপালী বাংলাদেশ নিশ্চিত করেছেন সারা জেরিন।
তিনি বলেন, ‘কয়েক মাস আগে মা ব্রেন স্ট্রোক করে। এরপর বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার উন্নতি হলে কিছুদিন আগে বাসায় নিয়ে আসি। তবে গত দুই দিন ধরে অবস্থার অবনতি হয়, বিছানা থেকে উঠতেই পারছিলেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার সেবা করছিলাম। কিন্তু হঠাৎ করেই আজ সকালে আমাদের এতিম করে মা চলে গেছেন। খুলনার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমার মাধ্যমে সারা জেরিনের রুপালি পর্দায় অভিষেক হয়। এরপর কাজ করেন ‘রোমিও ২০১৩’ ও ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমায়। নিয়মিত কাজ করছেন নাটকেও। সারা জেরিন অভিনীত বর্তমানে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।