ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

গণধোলাই দিয়ে অভিনেতা সিদ্দিককে পুলিশে দিল জনতা (ভিডিও)

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:১৮ পিএম
অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে নিয়ে যাচ্ছে উত্তেজিত জনতা। ছবি: সংগৃহীত

দুদক কার্যালয়ের সামন থেকে অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, দুদক কার্যালয়ের সামন থেকে লোকজন সিদ্দিককে ধরে। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সিদ্দিককে যারা মারপিট করেছে, তাদের বকাঝকা করা হয়েছে। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কি না যাচাই-বাছাই চলছে। মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরে মারধর করছে। মারধরের পাশাপাশি পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।

ভিডিওতে শোনা যায়, সিদ্দিক আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী আন্দোলনে সে সরাসরি ছাত্রদের বিপক্ষে ছিল। তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। সিদ্দিককে থানায় সোপর্দ করা হবে। সিদ্দিক ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। অভিনেতা আর যা-ই হোক, আওয়ামী লীগের দোসরদের বাংলার জমিনে বিচার হবেই। আওয়ামী লীগের আস্তানা এই বাংলার মাটিতে হবে না।

ভিডিওতে আরও শোনা যায়, ‘সিদ্দিক আওয়ামী লীগের দালাল, আমরা তাকে পুলিশে হস্তান্তর করছি।’