ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

অভিনেতা সিদ্দিকের নামে গুলশান থানায় দুই মামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১০:৫৫ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহিত

দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান এবার চরম বিতর্ক আর আইনি জটিলতার মুখোমুখি। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল এলাকায় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন একদল যুবক তাকে টেনে-হিঁচড়ে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই সময় অভিনেতা সিদ্দিকের গায়ে থাকা পোশাক ছিঁড়ে যায় এবং এক যুবক উচ্চস্বরে বলে ওঠে, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।’

ঘটনার পরপরই তাকে রাজধানীর রমনা থানায় নেওয়া হয় বলে জানান থানাটির এসআই জালাল উদ্দিন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্দিককে থানায় আনা হয় এবং তিনি তখন থেকে সেখানেই আছেন। 

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, গুলশান থানায় সিদ্দিকের নামে দুটি মামলা রয়েছে-একটি হ'ত্যা এবং আরেকটি হ'ত্যা চেষ্টা সংক্রান্ত। এসব মামলার প্রেক্ষিতে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

 

 

ঘটনার পেছনে রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিতও পাওয়া যায়। দীর্ঘদিন ধরেই সিদ্দিক আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করে আসছেন। ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়ন নিয়ে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। ভিডিওতে ‘আওয়ামী লীগের দালাল’বলে চিৎকার করার ঘটনাও সেই রাজনীতিক পরিচিতির ছায়া ফেলেছে বলে অনেকেই মনে করেন।

এদিকে এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও একজন শিল্পীর প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিদ্দিককে ঘিরে থাকা বিতর্কের আগুন যেন আবারও দাউদাউ করে জ্বলে উঠেছে।

তবে এখনও নিশ্চিত নয় যে তাকে সুনির্দিষ্টভাবে কোন মামলায় গ্রেপ্তার বা আটক করা হয়েছে। অভিনেতা সিদ্দিক নিজেও ফোনে যোগাযোগের বাইরে রয়েছেন। তার ঘনিষ্ঠ কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

টাঙ্গাইলের মধুপুরে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৯৯ সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত সদস্য হিসেবে নাট্যজগতে কাজ শুরু করেন। ‘কবি বলেছেন’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দর্শকের নজর কাড়েন সিদ্দিক। এরপর ইফতেখার আহমেদ ফাহমি ও রেদওয়ান রনির পরিচালনায় ‘হাউসফুল’ নাটকে নিজের নামেই অভিনয় করে প্রশংসা অর্জন করেন। ‘গ্র্যাজুয়েট’ ও ‘মাইক’ নাটকের মাধ্যমে তার পরিচিতি ও জনপ্রিয়তা আরও বাড়ে। এছাড়া, তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন।

তবে মঙ্গলবারের ঘটনাই যেন তার জীবনের সবচেয়ে নাটকীয় দৃশ্য হয়ে থাকল। যেখানে মঞ্চ বা ক্যামেরার সামনে নয়, বরং বাস্তবের রাস্তায়, আর সাধারণ মানুষের হাতে এক শিল্পী হেনস্তার শিকার হন। এখন দেখার বিষয়, মামলার পরবর্তী মোড় কোন দিকে গড়ায় এবং এই ঘটনা সিদ্দিকের রাজনৈতিক ও শোবিজ জীবনকে কতটা নাড়া দেয়।