চলচ্চিত্র পরিচালক জাফর আল মামুনের মগবাজারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এ নির্মাতা।
এ ঘটনায় তিনি রাজধানীর হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ পরিচালকের বাসা থেকে ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের কানের দুল, ৫টি স্বর্ণের রিং, ১টি হাতের বালা, ২টি নাকফুল, রেডমি একটি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়েছে।
এ প্রসঙ্গে জাফর আল মামুন বলেন, ‘আমরা কেউ বাসায় ছিলাম না। এ সুযোগে চোর বাসায় প্রবেশ করে প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকার জিনিস চুরি করে নেয়। এ অবস্থায় প্রশাসনের সহযোগিতা চেয়ে আবেদন করেছি।’
জাফর আল মামুন সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘প্রেমের বাধা’।
এ নির্মাতার পরিচালনায় মুক্তির অপেক্ষায় আছে চিত্রনায়িকা আঁচল অভিনীত ‘এক পশলা বৃষ্টি’ নামের একটি সিনেমা। নির্মাণাধীন আছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটি।
এর প্রথম লটের কাজ শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় লটের কাজ শুরু হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :