সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০১:৪৬ পিএম

সানির বিরুদ্ধে মামলা, ফের বিতর্কে ‘জাট’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০১:৪৬ পিএম

সানির বিরুদ্ধে মামলা, ফের বিতর্কে ‘জাট’

‘জাট’ মুভির একটি দৃশ্য। ছবিঃ সংগৃহীত

বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাট’ ঘিরে উত্তাল ভারতের একটি বড় অংশ। সানি দেওল ও রণদীপ হুদার অভিনীত এই ছবিকে ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, ছবির একটি বিশেষ দৃশ্যে গির্জার পবিত্রতা লঙ্ঘন করা হয়েছে এবং সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে খ্রিস্টান ধর্মকে অপমান করার ষড়যন্ত্রের অংশ।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দৃশ্যটিতে দেখা যায়, রণদীপ হুদা চরিত্রটি একটি গির্জার ভেতরে দাঁড়িয়ে, পবিত্র পুলপিটের একেবারে নিচে। দৃশ্যটি দেখে অনেকেই ক্ষুব্ধ হন। খ্রিস্টান সম্প্রদায়ের একাধিক গোষ্ঠী দাবি করে, এটি তাদের ধর্মবিশ্বাস ও উপাসনার স্থানের অবমাননা। ‘রেডিও সিটি’-কে দেওয়া বক্তব্যে একজন কমিউনিটি সদস্য বলেন, ‘এই দৃশ্য পরিকল্পিতভাবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।’

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে গির্জার বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে স্থানীয় পুলিশের অনুরোধে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। পরে ধর্মীয় সম্প্রদায়ের পক্ষ থেকে জলন্ধরের জয়েন্ট কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়, যেখানে ‘জাট’ সিনেমার প্রদর্শন বন্ধ করার দাবি জানানো হয়। ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, বিক্ষোভকারীরা সেখানে ‘রণদীপ হুদা মুর্দাবাদ’ স্লোগানও তোলেন।

 

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন জলন্ধর পুলিশের পক্ষ থেকে অভিনেতা সানি দেওল, রণদীপ হুদা, পরিচালক গোপীচাঁদ মালিনেনি, প্রযোজক নবীন মালিনেনি ও অভিনেতা বিনীত কুমারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ২৯৯ ধারায় দায়ের হওয়া এই মামলায় বলা হয়, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে এক ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিতে আঘাত করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এই অবস্থায় ছবির প্রযোজক বা অভিনেতাদের কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তারা এখনও পর্যন্ত সংবাদমাধ্যমে মুখ খোলেননি। তাদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে #বয়কটজাট ট্রেন্ড।

এই বিতর্কের জেরে ‘জাট’ সিনেমার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। বিভিন্ন রাজ্যে ছবির প্রদর্শন বন্ধের দাবি আরও জোরালো হচ্ছে। ধর্মীয় অসন্তোষ ঘিরে সিনেমা হলগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সব মিলিয়ে ‘জাট’ এখন শুধু একটি বলিউডি সিনেমা নয়, বরং একটি রাজনৈতিক-সাংস্কৃতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পরবর্তী সময়ে নির্মাতারা কোনো প্রতিক্রিয়া জানালে তা নতুন মোড় নিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

আরবি/নক

Link copied!