বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১২:০২ পিএম

গ্ল্যামারহীন তামান্না

রেজাউল করিম খোকন

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১২:০২ পিএম

গ্ল্যামারহীন তামান্না

অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানটিতে মোহময়ী রূপে পর্দায় এসে অতীতের গতানুগতিকতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দক্ষিণী তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। এ সিনেমায় তামান্না কেবলই এক আইটেম গার্ল। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে ‘স্ত্রী-২’ সিনেমা। গানটি এরই মধ্যে কোটি কোটি মানুষ দেখেছেন।

বলিউড এই গানে সৌন্দর্য নিয়ে ফিরে এসেছে, গানটি কোথাও থেকে কপি করা হয়নি, এক্কেবারে আসল গান, নাচ, সিনেমাটোগ্রাফি সবমিলিয়ে পুরোটাই বিনোদনের ফুল প্যাকেজ। কারও কারও দাবি, ‘স্ত্রী-২’ হিট হওয়ার অন্যতম কারণ তামান্না ভাটিয়া আর তার এই নাচ। এই নাচ দক্ষিণের দর্শককেও এই সিনেমা দেখার জন্য হলে টেনে নিয়ে এসেছে। তার নাচ এই গানটিকে আরও আইকনিক করে তুলেছে।

দীর্ঘ ১৮ বছরের নিয়ম ভেঙে চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা তামান্না এখন দর্শক মাতাচ্ছেন আইটেম গানেও।

গত বছর অ্যামাজন প্রাইমের সিরিজ ‘জি করদা’তে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে সবাইকে চমকে দেন তামান্না। এমনকি সেই সিরিজের একটি দৃশ্যে তাকে ‘টপলেস’ হতেও দেখা গেছে। চেনা তামান্নার এমন অচেনা রূপ দেখে চমকে যান তার ভক্তরা। ‘জি করদা’র পর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের অ্যানথোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এ সুজয় ঘোষের পর্বটিতেও বাস্তব জীবনের প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তাকে। শেষবার তামান্নাকে দেখা গেছে ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গানে। এ গানে তামান্নার আবেদনময় রূপ ঝড় তুলেছে।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হয়েও বলিউডে বেশ সাড়া ফেলেছেন তামান্না। অভিনয়ের চেয়ে ইদানীং আইটেম গার্ল হিসেবেই দ্যুতি ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী ব্যক্তিজীবন নিয়ে সরব হয়েছেন। তামান্না জানিয়েছেন কেন তিনি সন্তান নিতে ভয় পান। সেই ব্যাখ্যা দিয়ে জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে বড় করা পর্যন্ত, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।

অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

এদিকে, আগামী ২৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তামান্নার নতুন সিনেমা ‘সিকান্দার কা মুকাদ্দার’। প্রেমের গল্প ও আইটেম গানের পর এবার তাকে দেখা যাবে একটি ক্রাইম ও থ্রিলার সিনেমাতে। তামান্না তার ভক্তদের জন্য সব সময় বিশেষ কিছু নিয়ে আসেন। তার অভিনয় ও দৃশ্যমানতা দর্শকদের জন্য আকর্ষণীয়। নীরজ পান্ডের পরিচালনায় সিনেমাটি শুধু তামান্নার জন্যই নয়, বরং এ সিনেমার সব কলাকুশলীর জন্য একটি নতুন সুযোগ হয়ে দাঁড়াবে। 
সিনেমাটি নিয়ে তামান্না বলেন, ‘আমার চরিত্র, কামিনী, আমার জন্য সম্পূর্ণ অন্যরকম একটি ভূমিকা যা আমাকে আমার কমফোর্ট জোন থেকে বের করেছে। কামিনী একজন দুর্বলতা এবং শক্তির মিশ্রণ। গল্পটি যত এগোবে ততই তার সম্পর্কে জানা যাবে। এমন একটি জটিল চরিত্রে আমার ওপর আস্থা রাখার জন্য আমি নীরজ স্যারের কাছে কৃতজ্ঞ এবং এই অবিশ্বাস্য সুযোগ দেওয়ার জন্য নেটফ্লিক্সের কাছে আমি কৃতজ্ঞ।’

৬০ কোটি রুপির এক হীরা চুরি নিয়ে যত বিপত্তি। চোরকে ধরতে উঠেপড়ে লেগেছে পুলিশ। পুরো সিনেমাতে এই চোরপুলিশ খেলা। সিনেমাটিতে এক বহুমূল্য হীরা চুরি নিয়ে রহস্যের জাল বোনা হয়েছে। সাম্প্রতিক সময়ে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও নীরজের এই সিনেমাতে গ্ল্যামারহীন চরিত্রে ধরা দিতে চলেছেন তামান্না। তার অভিনীত চরিত্রের নাম ‘কামিনী সিং’।

এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘আমি সব সময় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এসেছি। তবে আমি দক্ষিণী সিনেমাতে বেশি কাজ করেছি। হিন্দি সিনেমাতে সুযোগ পাইনি। নীরজ স্যার যখন আমাকে ফোন করে এই সিনেমার প্রস্তাব দিয়েছিলেন, সত্যি অবাক হয়েছিলাম।’ মজা করে তিনি আরও বলেন, ‘পর্দায় আমার বিরুদ্ধে সাধারণত হৃদয় চুরি করার অভিযোগ থাকে, এখানে হীরা চুরির অভিযোগ উঠেছে। মন বলেছিল যে এই সিনেমা আমাকে করতেই হবে।’

সিনেমাটিতে জুটি বেঁধেছেন অবিনাশ তিওয়ারি ও তামান্না ভাটিয়া। মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার। ট্রেলার দেখে ভক্তদের মধ্যে সিনেমাটি দেখার আগ্রহ বেড়েছে তা বলাইবাহুল্য! এই মুহূর্তে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তামান্না। প্রেম নিয়ে লুকোছাপা করেননি তারা। জানিয়ে দিয়েছেন সম্পর্কে আছেন। ভারতের দক্ষিণী সিনেমায় তো বটেই, ভারতজুড়েই তামান্নার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। জানেন কি, এই তামান্নাকেই হতে হয়েছিল প্রত্যাখ্যাত! প্রেম নিবেদন করেছিলেন এক বুক আশা নিয়ে। তবে পাল্টা শুনতে হয়েছিল, ‘ধুর, তুমি তো আমার বোনের মতো’। কে সেই ছেলে? এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তামান্না। সেই সময় পঞ্চম শ্রেণিতে পড়েন অভিনেত্রী।

অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

তামান্না বলেন, ‘ছেলেটি ছিল আমার এক কাছের বন্ধুর ভাই। ভীষণ ভালো লাগত তাকে। তবে সেই কথা জানাতেই আমাকে সাফ জানিয়ে দিল, আমি নাকি তার বোনের মতো।’ এ তো গেল ছোটবেলায় এক অসমাপ্ত প্রেমের মিষ্টি আখ্যান, তবে বিজয়ের আগে আরও দুইবার প্রেম এসেছিল তামান্নার জীবনে। তবে তা পূর্ণতা পায়নি। তামান্নার কথায়, ‘দু’বার মন ভেঙেছিল। প্রথমটি ভাঙে কারণ, সেই সময় আমি খুব ছোট। ওই একটি মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এরপর যার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তার সঙ্গে থাকতে গিয়ে মনে হয়েছিল, ইনি বোধহয় আমার জন্য সঠিক নয়।’

এই মুহূর্তে জীবনে ভালোবাসা খুঁজে পেয়েছেন তামান্না। প্রকাশ্যেই বিজয়ের হাত ধরে নানা পার্টি, অনুষ্ঠানে ঘুরতে দেখা গেছে তাকে। গত বছর বর্ষবরণের ছুটি কাটাতে গোয়ায় গিয়ে তামান্না-বিজয়ের প্রেমের সূত্রপাত। এরপর থেকে এদের নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। খুব শিগগিরই হয়ত বিয়ে করবেন তারা, বলিপাড়ার গুঞ্জন বলছে এমনটাই।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!