সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৪:০৯ পিএম

স্টার ওয়ার্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে ফিরছে অ্যান্ডর এর দ্বিতীয় সিজন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৪:০৯ পিএম

স্টার ওয়ার্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে ফিরছে অ্যান্ডর এর দ্বিতীয় সিজন

স্টার ওয়ার্স সেলিব্রেশন ২০২৫–এর জমজমাট আয়োজন। ছবিঃ সংগৃহীত

জাপানের টোকিওতে ১৮ এপ্রিল বসেছিল স্টার ওয়ার্স সেলিব্রেশন ২০২৫–এর জমজমাট আয়োজন। হাজারো ভক্ত, গ্যালাক্সি থিমে সাজানো মঞ্চ আর একের পর এক চমকপ্রদ ঘোষণায় মুখর হয়ে ওঠে দিনটি। লুকাসফিল্ম ঘোষণা করেছে একসাথে তিনটি নতুন প্রকল্প—অ্যান্ডর সিরিজের দ্বিতীয় সিজন, দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু নামে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং একেবারে নতুন ছবি স্টারফাইটার।

এই সেলিব্রেশনটি স্টার ওয়ার্সের ২৫ বছর পূর্তির উপলক্ষে আয়োজিত হয়। ১৯৯৯ সালে প্রথম সেলিব্রেশন অনুষ্ঠিত হওয়ার পর থেকে এটি স্টার ওয়ার্স ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠান হয়ে উঠেছে। ২০২৫ সালের স্টার ওয়ার্স সেলিব্রেশন ছিল এই আয়োজনের ১৬তম আসর। ১৯৯৯ সালে প্রথমবারের মতো এই অনুষ্ঠান শুরু হয়, এবং এরপর থেকে বিভিন্ন বছর ও ভেন্যুতে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।

স্টার ওয়ার্স জগতে কাসিয়ান অ্যান্ডরের চরিত্র দিয়ে যে রাজনৈতিক থ্রিলারধর্মী আবহ তৈরি হয়েছিল, তারই ধারাবাহিকতায় ফিরছে অ্যান্ডর–এর দ্বিতীয় সিজন। এবারের সিজনে আগের চেয়ে বেশি উত্তেজনা ও বিস্ময় থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন অভিনেতা দিয়েগো লুনা, যিনি বলেন, ‘এই চরিত্রটা আমার হৃদয়ের খুব কাছের। দর্শকরা এবার কাসিয়ানের সবচেয়ে বিপজ্জনক যাত্রার সাক্ষী হবেন’—‘ডেডলাইন মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য প্রকাশ করেন’।

এরপর ঘোষণা আসে দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু নামে একটি নতুন ফিচার ফিল্মের। ছোট্ট গ্রোগু ও ম্যান্ডোর সম্পর্ক নিয়ে আবেগঘন গল্প গড়ে তোলা এই সিনেমাটি নিয়ে ভক্তদের কৌতূহল অনেকদিনের। আর তৃতীয় ঘোষণাটি ছিল সবচেয়ে নতুন ও রহস্যময়—স্টারফাইটার নামে একেবারে নতুন এক গল্প, নতুন টাইমলাইন ও নতুন চরিত্রের হাত ধরে স্টার ওয়ার্স ইউনিভার্সে একেবারে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে লুকাসফিল্ম।

 

এই স্টারফাইটার পরিচালনা করবেন শন লেভি, যিনি এর আগে স্ট্রেঞ্জার থিংস এবং ফ্রি গাই–এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করেছেন। মুখ্য ভূমিকায় থাকছেন রায়ান গসলিং। মঞ্চে দাঁড়িয়ে গসলিং বলেন, ‘স্টার ওয়ার্স ইউনিভার্সে প্রবেশ করা আমার জন্য স্বপ্নের মতো। যখন প্রথম লুকাসফিল্ম থেকে প্রস্তাব এলো, আমি বিশ্বাসই করতে পারিনি’—‘ইন্টারটেইনমেন্ট উইকলি মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তমুক মন্তব্য প্রকাশ করেন’। পরিচালক শন লেভিও জানান, ‘আমি এমন কিছু তৈরি করতে চাই যা পুরোনো ভক্তদের হৃদয়ে ঝড় তুলবে, আবার নতুন দর্শকদেরও গ্যালাক্সির ভেতর নিয়ে যাবে’—‘ডেডলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তমুক বলেন’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেড্রো পাসকেলও, যিনি বলেন, ‘স্টার ওয়ার্স আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আজ নিজেকে এই মহাবিশ্বের অংশ ভাবতে পারা অভাবনীয়।’ পুরো অনুষ্ঠানজুড়ে উল্লাস, করতালি আর স্টার ওয়ার্সের কালজয়ী মিউজিক যেন ভক্তদের হৃদয়জয় করে নেয়।

তিনটি প্রজেক্টের মুক্তির সম্ভাব্য তারিখও জানানো হয়েছে: অ্যান্ডর সিজন ২ আসবে ২০২৫ সালের ডিসেম্বরে, দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু মুক্তি পাবে ২০২৬ সালে এবং স্টারফাইটার ছবি ২০২৭ সালের মে মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

এতসব ঘোষণার ভেতর দিয়ে বোঝা যাচ্ছে, স্টার ওয়ার্স শুধু অতীতের নস্টালজিয়া নয়, বরং সামনে এগিয়ে চলার এক বিশাল মহাজগৎ। নতুন গল্প, নতুন নায়ক-নায়িকার হাত ধরে শুরু হচ্ছে নতুন অধ্যায়—যেখানে গ্যালাক্সি আবারও আলোড়িত হওয়ার অপেক্ষায়।

আরবি/নক

Link copied!