বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১২:২৮ পিএম

পর্দায় নগ্নতার কোনও প্রশ্নই আসে না: তামান্না

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১২:২৮ পিএম

পর্দায় নগ্নতার কোনও প্রশ্নই আসে না: তামান্না

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে সমাজমাধ্যম জুড়ে রাজত্ব করেছে একটি গানের ভিডিও। ‘স্ত্রী ২’ সিনেমাতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে তামান্না ভাটিয়ার নাচ। সবুজ পোশাকে তামান্নার শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা। সাধারণত ‘আইটেম’ গানে নাচের সময় অভিনেত্রীর নির্মেদ চেহারা নজর কাড়ে। জিমে পরিশ্রমের দৌলতে টানটান সেই চেহারাই অন্যতম আকর্ষণ। এখানেই ছক ভেঙেছেন তামান্না।

তার শরীরে পাতলা কোমরের চিহ্ন নেই। বরং সামান্য পৃথুল চেহারা নিয়েই নেচেছেন তিনি। বলা ভালো, জিমে না যাওয়া তন্বী নারীর চেহারাই ধরা পড়েছে। নেটাগরিকের মতে, এটা তমন্নার ছকভাঙা সাহসী পদক্ষেপ। চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী দৃশ্যেও অভিনয় করেছেন তামান্না। ‘লাস্ট স্টোরিজ ২’-তে বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু একটি বিষয়ে নিজের চারপাশে সীমারেখা টেনেছেন তামান্না।

পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে ইচ্ছুক নন অভিনেত্রী। তামান্নার কথায়, পর্দায় নগ্নতার কোনও প্রশ্নই আসে না। তামান্নার সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। তিনি তামান্নাকে প্রশ্ন করেন, যদি কোনও আন্তর্জাতিক সিনেমাতে সূক্ষতার সঙ্গে নগ্ন দৃশ্য তুলে ধরা হয়, তা হলেও কি তিনি রাজি হবেন না?

সেই প্রশ্ন শুনে কিছুটা ভেবে তামান্না বলেন, আমি এটাই বলতে চাইছি। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে হয়ত ঠিক আছে। তবে তা-ও নগ্নতা নিয়ে তিনি স্বচ্ছন্দ হবেন কি না স্পষ্ট জানাননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্নার সিনেমা ‘সিকন্দর কা মুকদ্দর’। সিনেমাতে রয়েছেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিলও।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!