সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:২৫ পিএম

‘খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই’

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:২৫ পিএম

‘খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই’

ছবি: সংগৃহীত

স্বস্তিকা মুখার্জি। ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী নিয়মিত সমালোচনার মুখে পড়েন নানা কারণেই। সম্প্রতি ‘টেক্কা’ সিনেমার প্রচারের অনুষ্ঠানে গিয়ে বন্ধু সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে খোলাখুলি মন্তব্য করেন তিনি। আর স্বস্তিকার সেই মন্তব্য নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন।

এমনকি অভিনেত্রীকে এটাও শুনতে হয়েছে যে, ‘টেক্কা’র প্রোমোশনের জন্যই তিনি নাকি আর জি কর আন্দোলনে যোগ দিয়েছেন। এবার সেসব সমালোচকদের জবাব দিলেন স্বস্তিকা মুখার্জি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘আজ আর কোনও তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে।’

তিনি বলেন, ‘কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন। খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে, মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’

আরেকটি পোস্টে তার অতীত সম্পর্ক-প্রেম নিয়ে যারা ট্রল করা শুরু করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গিয়েছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে।’

শেষে তার ভাষ্য, ‘আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম, প্রেম দীর্ঘজীবী হোক।’ সেই পোস্টেই সৃজিত মুখোপাধ্যায়কে ট্যাগ করে ‘টেক্কা’ ছবিতে তাকে কাস্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখলেন, “এক্স- প্রেম ধরে নিয়ে কষব।”

আরবি/এফআই

Link copied!