টেলিভিশন নাটকের অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচিত কমিটির পদত্যাগ চেয়ে আসছিল সাধারণ সদস্যদের একাংশ। তাদের দাবি অনুযায়ী বর্তমান কমিটি বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ জরুরি সভার আয়োজন করে রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে।
সভায় সাধারণ সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় অভিনেতা তারিক আনাম খানকে অন্তর্বর্তীকালীন প্রধান করে পাঁচ সদস্যর সংস্কার কমিটি গঠন করার। বাকি চার সদস্য অচিরেই নির্ধারণ করা হবে বলে জানা গেছে। প্রায় ৬ ঘণ্টা ব্যাপি এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় তারিক আনাম খান বলেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন এমন কেউ এই সংস্কার কমিটিতে থাকবেন না৷ নিরপেক্ষ শিল্পীদের নিয়েই এই সংস্কার কমিটি হবে।
তারিক আনাম খানের নেতৃত্বাধীন কমিটি আগামী চার মাস দায়িত্ব পালন করবেন বলে সরেজমিনে জানা যায়। সংস্কার কমিটি হলেও বর্তমান সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান নেতৃত্বাধীন নির্বাহী কমিটি দায়িত্ব চালিয়ে যাবেন।
এসময় আহসান হাবিব নাসিম বলেন, কমিটি বিলপ্ত হচ্ছে না। সংস্কার কমিটি হচ্ছে। তারা নতুন নির্বাচন আয়োজন করবে। আমরা তাদের সহযোগিতা করব।
আপনার মতামত লিখুন :