শুরু হলো ভালোবাসার মাস। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসার মাসের শুরুতেই প্রচারে এলো সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ভাল্লাগেনা’। এই ধারাবাহিকের প্রধান দুটি চরিত্রের একটিতে অভিনয় করছেন তিনি। প্রথম পর্বের ১৪ মিনিটের মাথায় স্ক্রিনে আসেন স্বর্ণলতা দেবনাথ। এরপর থেকেই এই নাটকে অভিনয়ের জন্য শুরু থেকেই স্বর্ণলতা বেশ সাড়া পেয়ে আসছেন।
কোনো ধারাবাহিকের প্রধান দুটি চরিত্রের একটিতে এবারই তার প্রথম করা। যে কারণে এই ধারাবাহিকটি নিয়ে শুরু থেকেই ভীষণ উচ্ছ্বসিত তিনি। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও হানিফ খানের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, ‘ভাল্লাগেনা’ আমার নতুন বছরের প্রচারে আসা প্রথম কোনো ধারাবাহিক নাটক।
ভালোবাসার মাসেই প্রচার শুরু হয়েছে এই নাটকটি। এর গল্প কিছুটা কমেডি ঘরানার। তবে সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সবাই ভীষণ আন্তরিক। প্রত্যেকের আন্তরিক অংশগ্রহণে, সহযোগিতায় নাটকটি নির্মাতা বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন।
আমি তো অভিনয়ে আগের চেয়ে এখন অনেক বেশি সিরিয়াস। অভিনয় ছাড়া আর কোনো কিছু নিয়েই ভাবি না বা ভাবার সময়ও পাই না। যে কারণে শুটিং সেট-এ গেলে স্ক্রিপ্ট হাতে নিয়ে তা পড়তেই আমার ভালো লাগে। কারণ তাতে চরিত্রটিও উপলদ্ধি করা যায়। মন দিয়ে অভিনয়টাও করা যায়। ভাল্লাগেনা প্রচারের শুরু থেকেই আমি আমার চরিত্রটির জন্য বেশ ভালো সাড়া পেয়ে আসছি।’
এরই মধ্যে স্বর্ণলতা আরটিভিতে প্রচার চলতি দীর্ঘ ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। গত বছরের শেষপ্রান্তে দীপ্ত টিভিতে প্রচার শেষ হলো সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এতে তিনি নিগার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন।
সম্প্রতি এই অভিনেত্রী সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘টেনশন’ নাটকে। এই নাটকটিও শিগগিরই প্রচারে আসবে। এ ছাড়াও সিনেমাতেও কাজ করার নিয়মিত প্রস্তাব পান তিনি। কিন্তু মনের মতো গল্প, চরিত্র না পেলে করার জন্য করা-এমন ভাবনা নিয়ে সিনেমাতে কাজ করার আগ্রহ নেই স্বর্ণের।
স্বর্ণলতার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। ছয় বছর মিষ্টি কথা দিয়ে দর্শকদের মন ভুলিয়েছেন। এরপর অভিনয়ের প্রতি ভালোলাগা থেকে নাম লেখান এ অঙ্গনে। মাসুদ সেজান পরিচালিত ‘খেলোয়াড়’ ধারাবাহিক নাটক দিয়েই অভিনয়ের পথচলা। এরপর কাজ করেছেন ‘ডুগডুগি’ নাটকে। নাটকগুলোতে বেশ ভালো সাড়া পাওয়ায় এরপর থেকে ক্রমেই নিত্য নতুন চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন। একক, ধারাবাহিক কিংবা টেলিফিল্মের বাইরেও তাকে দেখা গিয়েছে অনেক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেও।
নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। চেষ্টা করছেন নিজেকে নতুনভাবে মেলে ধরতে। তার ভাষ্য, ‘একজন নতুন শিল্পী হিসেবে যে কয়েকটা কাজই করেছি তার জন্য ভালো সাড়া পেয়েছি। প্রতিনিয়ত কাজ করতে গিয়ে নতুন নতুন অনেক কিছু শিখছি। সিনিয়র সহশিল্পীরা, নির্মাতারা যথেষ্ট সহযোগিতা করছেন, ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। এটা আসলেই অনেক বড় পাওয়া। সবার ভালোবাসা নিয়ে সামনের পথটুকু চলতে চাই। এমন কিছু কাজ করে যেতে চাই, যেন দর্শকরা মনে রাখে। সততার সঙ্গে কাজ করলে সৃষ্টিকর্তা কখনোই কাউকে হতাশ করেন না। সেই বিশ্বাস নিয়েই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’
আপনার মতামত লিখুন :