শাকিব খানকে নিয়ে কী বললেন প্রভা?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০১:৪০ পিএম

শাকিব খানকে নিয়ে কী বললেন প্রভা?

ফাইল ছবি

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান, যিনি প্রায় একযুগ ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। সম্প্রতি তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সাক্ষাৎকারে প্রভা জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তার প্রতি ভক্তির কথা।

প্রভা জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার কখনো কাজ করার সুযোগ হয়নি, তবে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। শাকিব খানের সৌন্দর্য দেখে প্রভা সরাসরি তার কাছে গিয়ে বলেছিলেন, “আপনি অনেক সুন্দর।”

এছাড়া, প্রভা বলেন, তার আগে শাকিব খানের সিনেমা দেখা হতো না। তবে সর্বশেষ তার তিনটি সিনেমা দেখে তিনি শাকিব খানের ভক্ত হয়ে গেছেন। বিশেষ করে, “রাজকুমার” সিনেমায় শাকিব খানের পরিশ্রম দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

বড় পর্দায় কাজ করার প্রসঙ্গে প্রভা জানান, বড় পর্দায় তার ভাগ্য এখনও সুপ্রসন্ন হয়নি। যদিও তিনি বেশ কিছুবার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে আগ্রহী, যদি সুযোগ আসে।

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর দেশে ফিরেছেন তিনি এবং সাংবাদিকদের সামনে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন এবং এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

আরবি/এফআই

Link copied!