২০১৮ সালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল, যেখানে মাত্র কয়েক সেকেন্ডের একটি চোখের ইশারা এবং হাসির অভিব্যক্তি নিয়ে বিশ্বকে মাতিয়ে দেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মালয়ালম সিনেমা ‘ওরু আদার লাভ’ এর একটি গানের দৃশ্যে প্রিয়ার সেই চোখের ইশারা ছিল যেন একটি ম্যাজিক। এই মুহূর্তেই রাতারাতি তিনি হয়ে যান ইন্টারনেট সেনসেশন এবং ভারতের ন্যাশনাল ক্রাশ। সেই ভিডিও ভাইরাল হতে সময় নেনি, এবং মুহূর্তেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী।
সেই সময় মাত্র ১৮ বছর বয়সী তরুণী আজ ২৫ বছরে পা রেখেছেন এবং তার চেহারা, ক্যারিয়ার, জীবনযাত্রা অনেকটাই বদলে গেছে। সোশ্যাল মিডিয়ায় তার নতুন ছবি এবং ভিডিও দেখে তার অনুরাগীরা অভিভূত। অনেকে মনে করছেন, এখন প্রিয়া অনেক বেশি আত্মবিশ্বাসী, গ্ল্যামারাস এবং পরিপক্ব হয়ে উঠেছেন।
‘ওরু আদার লাভ’ এর পর প্রিয়া বলিউডে কাজ করেছেন ‘শ্রীদেবী বাংলো’ এবং ‘লাভ হ্যাকস’ সিনেমায়। তার অভিনয়ের দক্ষতা এবং নতুন লুকের মাধ্যমে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। শুধু বলিউডই নয়, দক্ষিণী সিনেমাতেও তার জনপ্রিয়তা বাড়ছে। তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন, যেখানে নতুন নতুন লুকে তাকে দেখা গেছে।
আগামী দিনে প্রিয়া বলিউডে আরও শক্ত অবস্থান গড়তে চান। পাশাপাশি মালয়ালম, তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় প্রোজেক্টের জন্য কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপনের জগতেও তার জনপ্রিয়তা বাড়ছে।
সাত বছর পরেও তার সেই চোখের ইশারা এখনো মানুষের মনে গেঁথে আছে। তবে প্রিয়া নিজেকে শুধুমাত্র এক মুহূর্তের জনপ্রিয়তার মধ্যে আটকে রাখেননি। তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।
আপনার মতামত লিখুন :