বাবা হচ্ছেন পরমব্রত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০১:০৫ পিএম

বাবা হচ্ছেন পরমব্রত

কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্ত্রী পিয়া চক্রবর্তী

কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর সংসারে নতুন অতিথি আসছে। দুই পোষ্য এবং নিজেদের ছবি ফেসবুকে পোস্ট করে পরমব্রত লিখেছেন, পরিবারে নতুন সদস্য যোগ হতে চলেছে। 

পিয়া জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে। তিনি বলেন, ‘নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। শুক্রবার ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।’

তবে পরমব্রত বিষয়টি নিয়ে মুখ খোলেননি। ২০২৩ সালের ২৭ নভেম্বরে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতার ছবি প্রকাশ করেন দুইজনে। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে দুইজনার কাছাকাছি আসা। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।

গায়ক অনুপমের সঙ্গে পিয়া সাংসারিক জীবনের ইতি টেনেছিলেন ২০২১ সালে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন যৌথভাবে। তখন খবর উড়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জেরে নাকি অনুপমের সংসার থেকে বেরিয়ে আসেন পিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রতের পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ সিনেমাটি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!