রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৪০ এএম

উপস্থাপনাতেই আলোকিত হতে চান সারিকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৪০ এএম

উপস্থাপনাতেই আলোকিত হতে চান সারিকা

সংবাদ পাঠিকা সারিকা তাবাসসুম

সারিকা তাবাসসুম ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সম্প্রতি অনার্স সম্পন্ন করেছেন। তবে অনার্স সম্পন্ন করার আগেই ২০২৩ সালের জুলাই মাস থেকে তিনি অনেকটাই পেশাগতভাবে উপস্থাপনার কাজ শুরু করেন ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এর ‘কন্ট্রোল-এ’র উপস্থাপনার মধ্যদিয়ে। 

এরপর ‘সকাল টুয়েন্টিফোর’ এবং তার পরপরই তিনি একজন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেন। তবে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করলেও তিনি নিয়মিত এই চ্যানেলের ‘কন্ট্রোল-এ’, ‘সকাল টুয়েন্টিফোর’ ও ‘দেখবো এবার জগতটাকে’র নিয়মিত উপস্থাপনা করতেন। সারিকা উপস্থাপনাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। 

তিনি মনে করেন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করার চেয়ে একজন উপস্থাপিকা হিসেবে কাজ করাটা বেশি স্বাচ্ছন্দ্যতার। যে কারণে একজন উপস্থাপিকা হিসেবেই আগামীদিনগুলোতে নিজেকে আলোকিত করতে চান। প্রতিষ্ঠা পেতে চান একজন উপস্থাপিকা হিসেবেই। সারিকার ইচ্ছে রয়েছে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করারও। 

সারিকা জানান, এরইমধ্যে বেশকিছু নাটকে অভিনয়েরও প্রস্তাব এসেছে তার। তবে অভিনয়ে আগ্রহ থাকলেও মনের মতো গল্প এবং চরিত্র হওয়াটাও ভীষণ জরুরি। সারিকা তাবাসসুম বলেন, ‘আমি মূলত ক্যামেরার সামনে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। ক্যামেরার সামনে কাজ করতেই বেশি ভালোলাগে আমার। 

বিশেষত উপস্থাপনা করতে আমার বেশি ভালোলাগে। কারণ একেকটা অনুষ্ঠানের রকম ধরন বুঝে আমাকে পোশাক যেমন পরিধান করতে হয় ঠিক তেমনি অনুষ্ঠানের ধরন বুঝেই তেমন মুডে অনুষ্ঠান উপস্থাপনা করতে হয়। আমার কাছে মনে হয় সংবাদ পাঠের চেয়ে উপস্থাপনা অনেকটাই বেশি ক্রিয়েটিভিটির। চ্যালেঞ্জিংও বটে। 

যে কারণে উপস্থাপনাতেই আমার আগ্রহ বেশি। তবে ইচ্ছে রয়েছে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকে অভিনয় করাও যেতে পারে। সারিকা জানান ছোটবেলা থেকেই তিনি স্কুল কলেজের সাংস্কতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। স্কুল জীবনে তিনি নাচও করতেন। 

সারিকার বাবা সৈয়দ আমির হোসেন, মা লুৎফুন্নাহার নাসিমা। তারা চার বোন-জেনি, জেবা, সারিকা ও বুশরা। সারিকার জন্মদিন ২১ ডিসেম্বর। চ্যানেলে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন স্টেজ শো’তেও উপস্থাপনা করেন। তবে আগামীতে উপস্থাপনায় একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে চান তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!