বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:১০ পিএম

এবার শিল্পী থেকে লেখক হলেন ফাহমিদা নবী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:১০ পিএম

এবার শিল্পী থেকে লেখক হলেন ফাহমিদা নবী

কণ্ঠশিল্পী ফাহমিদা নবী

কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এবারের বইমেলায় তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন। নিজের অনুভূতি, ভাবনা, জীবন নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমাঝেই লেখালেখি করেন। সবগুলো লেখা যাতে একটি বইয়ের মধ্যে তার ভক্ত, পাঠকরা পেয়ে যান, সেই চিন্তা থেকেই লেখাগুলো এবার গ্রন্থাকারে প্রকাশিত হলো।  

মূলত ভক্ত, পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রথমবার বই প্রকাশ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই কণ্ঠশিল্পী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বইটি প্রকাশের পর আমার ভক্ত-শ্রোতাদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। সবার অনুরোধে এ বইটি হঠাৎ করেই প্রকাশ হয়ে গেল। আমি এমনভাবে অনুপ্রাণিত হলাম, আগামীতে হয়তো বই প্রকাশের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’  

তিনি বলেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি, তা-ই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচক সমাধানের পথ খুঁজি, আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলেছি বইয়ে।’ বইটি প্রকাশ হয়েছে শব্দশিল্প প্রকাশনী থেকে, প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

তবে তার লেখালেখির শুরু এই প্রথম নয়। বেশ আগে থেকেই তিনি লেখালেখি করেন। এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, ২০০৩ থেকে ২০১৪ সময়কাল পর্যন্ত তিনি ‘আনন্দভূবন’, ‘আনন্দধারা’ ও ‘বিচিত্রা’য় ৫-৬টি গল্প লিখেছেন। সে গল্পগুলোও বই আকারে প্রকাশের ইচ্ছা রয়েছে তার।  

অন্যদিকে বই প্রকাশের পাশাপাশি ফাহমিদা নবী নতুন গান নিয়েও হাজির। তার গাওয়া গান ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ এখন ঘুরছেন এই শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে। ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ গানের কথা লিখেছেন ফারজানা রহমান। সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন সজীব দাস।

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানের কথা অসাধারণ। ভালোবাসা দিবসে সাধারণত শ্রোতারা যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই। সংগীতায়োজনও দারুণ হয়েছে। গানটি প্রকাশের পর বেশ সাড়াও মিলছে।’ এর আগে তিনি প্রকাশ করেছেন ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ শিরোনামে একটি গান। এটি লিখেছেন ইলা মজিদ। এ গানটিরও সুর সংগীতায়োজন করেছেন সজীব দাস। 

আরবি/এমএস

Link copied!