ঢালিউডের বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। একের পর এক বিতর্কে নিজেকে জড়িয়ে রেখেছেন এই নায়িকা। বেশকিছু আগে বোর্ড ক্লাব ভাঙ্গচুর এবং হত্যার হুমকির অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল পরীমণির বিরুদ্ধে। সেসময় সংগীত জগতের উঠতি গায়ক শেখ সাদি তার জামিনের ব্যবস্থা করেন।
কিছুদিন আগে সাদীর একটি পোস্টকে কেন্দ্র করে আবারও চর্চিত হয় এই নায়িকা। অবশেষে এবার নিজের কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেও হচ্ছেন ব্যাপক সমালোচিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেশকিছু ছবি এবং ভিডিও পোস্ট করেন পরী। যেখানে তাকে খুঁজে পাওয়া যায় বেবিবাম্প অবস্থায়। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে তবে কি আবারও মা হতে চলেছেন পরীমণি!
পোস্টের ক্যাপশনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বডির পণ্য অর্ডারের জন্য আগ্রহী ক্রেতাদের আমন্ত্রণ জানান পরী। এতেই বিষয়টি স্পষ্ট হয় যে, আদতে নিজের ব্যবসায়ের বিজ্ঞাপনের জন্য এমন কাজ করেছেন পরীমণি। তবে নতুন করে বেবিবাম্পের বিষয়ে স্পস্ষ্ট কিছু জানাননি এই অভিনেত্রী।
এদিকে পরীর এমন পোস্ট দেখে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। শাহ রামিম নামে একজন লিখেছেন,বাহ! আপু চালিয়ে যান। সুজন নামে একজন লিখেছেন, আমার বডি তো কব্বেই পরীকে দিয়ে দিয়েছি।
আরেকজন লিখেছেন,পরীমণি আর ভালো হলো না। যেখানে নেতিবাচক কমেন্টের পাশাপাশি দেখা গেছে বেশ কিছু ইতিবাচক কমেন্টও।
আপনার মতামত লিখুন :