নাট্য নির্মাতাদের ভোটের লড়াই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০১:৩৩ পিএম

নাট্য নির্মাতাদের ভোটের লড়াই

লাভলু ও সেলিম। ছবি: সংগৃহীত

দেশের নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন শনিবার (২২ ফেব্রুয়ারি)। বরাবরের মত এবারও নির্বাচনে অংশ নিয়েছে দুটি প্যানেল।

এর মধ্যে একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান এবং অন্য প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাউদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে ভোট গ্রহণ শুরুর পর মাঝে থাকবে এক ঘণ্টার বিরতি।

অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সবসময় নির্মাতাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আসছি। আশা করছি, ভোটারদের সমর্থন পেয়ে সভাপতি পদে বিজয়ী হব। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত হলে নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের কাজ করার ইচ্ছা রয়েছে।’

সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এবারের নির্বাচন সবচেয়ে উৎসবমুখর হবে। আমরা চাই সব ভোটারই এবার উপস্থিত থাকুক। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুক। বাকিটা দেখা যাক কী হয়।’

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তার সঙ্গে নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন দায়িত্ব পালন করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!