গায়ক, গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী এরই মধ্যে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি ভুয়া একটি ফেসবুক আইডির মাধ্যমে জনপ্রিয় এই গীতিকার ও সুরকারের নামে কুৎসা ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন। শুধু প্লাবন কোরেশীই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনিসহ আরও বিভিন্ন গীতিকারদের নিয়ে মিথ্যাচার ছড়ানোর অভিযোগে গত মঙ্গলবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। জিডি নং-২৩০।
প্লাবন কোরেশী দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার বিরুদ্ধে কে বা কারা ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যাচার করছে জানি না। চ্যাটিং আমার না।
একদিনের ফেসবুক চ্যাটিংয়ে কাউকে আমি কেন. কেউই খারাপ প্রস্তাব দিবে না। জিডি করে আমার ফেসবুকে পোস্ট করার পর যে আইডি থেকে মিথ্যাচার করা হয়েছিল পোস্ট ডিলেট করে আইডি ডিএক্টিভেট করে দেয়।’
তিনি আরও বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে মিথ্যাচার করছে। এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। জড়িত হলে আইনের আশ্রয় নিতাম না। আশা করছি, প্রশাসন অপরাধীকে চিহিৃত করে শাস্তির আওতায় আনবে। আমার পরিবার ও মানসম্মান আছে। এটা আমার জন্য বিব্রতকর ব্যাপার। যে কারণে আইনি পদক্ষেপ নিয়েছি। আশা করছি, দ্রুত অপরাধী চিহ্নিত হবে।’
আপনার মতামত লিখুন :