চলচ্চিত্রে ও নাটকের গুণী অভিনেত্রী সুষমা সরকার। অভিনয় করতে করতে এখন তিনি দর্শকের প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠৈছেন। সুষমার কাছে প্রশ্ন রেখেছিলাম, যে স্বপ্ন নিয়ে অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন, সেই স্বপ্ন কী আদৌ পূরণ হয়েছে? সুষমা এত চমৎকার একটা জবাব দিলেন, যা সচরাচর কোনো শিল্পীই বলেন না।
সুষমা জানালেন, একটা সময় টিভির পর্দায় যখন কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত, সুবর্ণা মোস্তফা, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম’সহ আরও অনেকের অভিনয় দেখতেন। তখন তারও স্বপ্ন ছিল তাদের সঙ্গে অভিনয় করার।
অভিনয়ের দুনিয়ায় পা রাখার পর যখন একটু একটু করে সুযোগ এলো তাদের সঙ্গে নাটকে স্ক্রিন শেয়ার করার অর্থাৎ একই ফ্রেমে অভিনয় করার সুযোগ হলো তখন সুষমার শিল্পী জীবন ধন্য হলো। পাশাপাশি এখন অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করারও প্রস্তাব আসে তার কাছে। নিজের মনের মতো অভিনয়ও করতে পারছেন।
তবে শিল্পী হিসেবে নাটকে কিংবা সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে চরিত্র নিয়ে অপূর্ণতা তো থেকেই যায়। তারপরও ভীষণ তৃপ্ত সুষমা, একজন অভিনেত্রী হিসেবে। সুষমা এরইমধ্যে দুটি নতুন সিনেমাতেও অভিনয় করেছেন।
একটি জহির রায়হানের (এ যুগের পরিচালক) ‘সোলতে’, এবং অন্যটি পথিক শহীদুলের ‘নদাই’। রাজশাহীর বইপ্রেমী মানুষের কাছের মানুষ ছিলেন পলান সরকার। তাকে নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।
একটা এদিকে আজ সুষমার জন্মদিন। তবে ছুটি নেই তার কাজ থেকে। সুষমা সরকার বলেন,‘ সোলতে ও নদাই সিনেমা দুটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। দুটি সিনেমারই গল্পই প্রাণ। দুজন নির্মাতাই চেষ্টা করেছেন মন দিয়ে সিনেমা দুটি নির্মাণ করতে। দুটিতে আমার চরিত্র দুই রকম।
তবে আমার ভালোলাগা এই যে ভিন্ন ধরনের গল্পের সিনেমাতে কাজ করে, যে সিনেমাগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। যে সিনেমাগুলো একদিন ইতিহাস হবে। একজন অভিনেত্রী হিসেবে আমি হয়তো বা এখনো কিছুই নই। কিন্তু আমি আমার কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি।
আপনার মতামত লিখুন :