সোমবার, ৩১ মার্চ, ২০২৫

পরকীয়ায় জড়িয়েছেন ‍‍‍‍‘ফ্যামিলি ম‍্যান‍‍‍‍’ খ্যাত মহেশ বাবু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১১:৩৪ এএম

পরকীয়ায় জড়িয়েছেন ‍‍‍‍‘ফ্যামিলি ম‍্যান‍‍‍‍’ খ্যাত মহেশ বাবু

ছবিঃ- সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশবাবু, যিনি আজ ভারতব্যাপী জনপ্রিয়। তার ভক্তরা প্রতিনিয়ত তার সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। মহেশবাবু মূলত ‍‍‘ফ্যামিলি ম‍্যান‍‍’ হিসেবেই পরিচিত।  তবে, সম্প্রতি তার সম্পর্কে কিছু বিতর্কিত তথ্য সমগ্র শোবিজ অঙ্গনকে আলোচনায় রেখেছে।

খুব সম্প্রতি দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় প্রযোজক, গীতা কৃষ্ণ দাবি করেছেন যে, মহেশবাবু এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের মধ্যে ছিলেন। 

তার মতে, মহেশ ও অভিনেত্রী মুম্বাইয়ে একসাথে থাকতেন। গীতা কৃষ্ণ আরও জানান যে, এই গোপন সম্পর্কটি অবশেষে মহেশবাবুর স্ত্রী নম্রতা শিরোদকরের কাছে ধরা পড়ে। তবে নম্রতা খুব সূক্ষ্মভাবে বিষয়টি সমাধান করেছিলেন।

গীতা কৃষ্ণ এ ব্যাপারে বিশেষভাবে তৃষা কৃষ্ণণের নাম উল্লেখ করেছেন। তবে মহেশবাবু এবং তৃষা কখনোই এই বিষয় নিয়ে কিছু বলেননি।

আরবি/শিতি

Link copied!