সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় ধরা তারকা জুটি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০১:৫২ পিএম

বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় ধরা তারকা জুটি

ছবি: সংগৃহীত

টালিউডের পরিচিত জুটি অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সম্প্রতি সম্পন্ন হয়েছে তাদের বাগদান। উভয় পরিবার ও টালিউডের বিভিন্ন তারকাদের উপস্থিতিতেই হয়েছিল এই শুভকাজ। যদিও তারা এখনো মূল বিয়ের পর্বে যায়নি, তবুও তার আগেই শ্বশুরবাড়িতে আনাগোনাসহ একরকম মাখামাখি সম্পর্কের মধ্যে রয়েছে এই জুটি। আর এতেই যত বিপত্তি! রীতিমতো ছিঃছিঃ করছে নেটিজেনরা!

সম্প্রতি তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, নেটিজেনরা তাদের সম্পর্কের প্রতি নানা ধরনের মন্তব্য করেছে।

ভিডিওতে দেখা গেছে, বাগদান হওয়ার পর, দুজন শ্বশুরবাড়ির মধ্যে কম্বলের তলায় একসঙ্গে শুয়ে আড্ডা দিচ্ছেন এবং এই দৃশ্য দেখে অনেকেই বিস্মিত ও সমালোচনা করেছেন। তাদের মধ্যে কিছু নেটিজেনের মতে, বিয়ের আগে এমনভাবে একসঙ্গে সময় কাটানো এবং তা পরিবারের সামনে প্রকাশ্যে আনা শোভন নয়।

এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমের নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। কিছু মানুষ মনে করছেন, এটি মোটেও গ্রহণযোগ্য নয় এবং অনন্যা ও সুকান্তকে তাদের পারিবারিক মর্যাদা ও সংস্কৃতি বজায় রাখার জন্য সচেতন থাকা উচিত। অন্যদিকে, কিছু ব্যক্তি এটিকে একটি সাধারণ বিষয় হিসেবে দেখছেন এবং বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত সমালোচনা করা ঠিক নয়।

আরবি/এফআই

Link copied!