সোমবার, ৩১ মার্চ, ২০২৫

শাহরুখ-অজয়-টাইগারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে হাজিরার নির্দেশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১২:৩৮ পিএম

শাহরুখ-অজয়-টাইগারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে হাজিরার নির্দেশ

বলিউড সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ছবিঃ সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের জয়পুর গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশন। পানমশলার বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি তুলে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে আগামী ১৯ মার্চের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যোগেন্দ্র সিং বাদিয়াল নামের এক জয়পুরের বাসিন্দা অভিযোগ করেছেন, বিজ্ঞাপনে বলা হয়েছে পানমশলার প্রতিটি দানায় কেশর রয়েছে, যা বাস্তবসম্মত নয়। ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পানমশলায় সত্যিই কেশর থাকতে পারে কি না, সেটাই প্রশ্ন।  
তিনি আরও বলেন, এমনকি পণ্যে কেশরের স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না!**  

এই অভিযোগের ভিত্তিতেই আদালত বলিউডের এই তিন তারকাকে নোটিশ পাঠিয়েছে।  

পানমশলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর - এ বিষয়েও অভিযোগ তোলা হয়েছে। সেলিব্রিটিদের মাধ্যমে এই পণ্যগুলোর প্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই এ ধরনের বিজ্ঞাপন বন্ধের আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

এটাই প্রথম নয়! পানমশলার বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আগেও শাহরুখ ও অজয়ের সমালোচনা হয়েছে। এমনকি এই বিতর্কের কারণে অক্ষয় কুমার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার আদালতের নোটিশে আরও বড় চাপে পড়লেন এই তিন তারকা।

এখন দেখার বিষয়, তারা কি বিজ্ঞাপন থেকে সরে আসবেন, নাকি আইনি লড়াইয়ে নামবেন?

রূপালী বাংলাদেশ

Link copied!