বলিউড তারকা কৃতি শ্যানন তার ক্যারিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁলেন। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। তার অভিনীত ও প্রযোজিত ছবি ‘দো পাত্তি’ তাকে এই সম্মান এনে দিয়েছে।
অন্যদিকে, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি, তার অভিনীত ‘সেক্টর ৩৬’ সিনেমার জন্য।
গত শনিবার (৮ মার্চ) জয়পুরে অনুষ্ঠিত হয় আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫। এতে অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্সের একাধিক সিরিজ ও সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।
আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ীদের তালিকা
চলচ্চিত্র বিভাগ
সেরা ছবি: অমর সিং চমকিলা
সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): কৃতি শ্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (প্রধান চরিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প: কণিকা ধিলোঁ (দো পাত্তি)

সিরিজ বিভাগ
সেরা সিরিজ: পঞ্চায়েত সিজন ৩
সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২
সেরা অভিনেতা (প্রধান চরিত্র): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): সঞ্জিদা শেখ (হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): ফয়সাল মালিক (পঞ্চায়েত সিজন ৩)
অন্যান্য বিভাগ
সেরা গল্প (সিরিজ): কোটা ফ্যাক্টরি সিজন ৩
সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড সিরিজ: ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস
সেরা ডকু-সিরিজ বা ডকু ফিল্ম: ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস
সেরা টাইটেল ট্র্যাক: অনুরাগ সাইকিয়া (মিসম্যাচড সিজন ৩ – ‘ইশক হ্যায়’)
আইফা ২০২৫-এর বিশেষ আয়োজন
৯ মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট।
বলিউডের আইকনিক ছবি ‘শোলে’র ৫০ বছর পূর্তিতে বিশেষ উদযাপন হবে।
সঞ্চালকের ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান।
পারফর্ম করবেন কারিনা কাপুর খান, যেখানে তিনি তার দাদা কিংবদন্তি পরিচালক রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন।
ওটিটি কনটেন্টের জনপ্রিয়তা বেড়েই চলেছে, আর আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ সেটাই প্রমাণ করলো। এবার বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ ও ডিজিটাল ফিল্মও আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।
আপনার মতামত লিখুন :