‍‍‘কান‍‍’ পুরস্কারজয়ী বেলজিয়ান অভিনেত্রী হেরে গেলেন ক্যানসারের কাছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১১:৫৬ এএম

‍‍‘কান‍‍’ পুরস্কারজয়ী বেলজিয়ান অভিনেত্রী হেরে গেলেন ক্যানসারের কাছে

এমিলি দ্যুকেইন। ছবিঃ সংগৃহীত

ক্যানসারের কাছে পরাজয় মেনে চলে গেলেন কান চলচ্চিত্র পুরস্কার জয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যুকেইন। 

গতকাল ( ১৭ মার্চ) ফ্রান্সের এক হাসপাতালে অভিনেত্রীর মৃত্যু হয়।

অভিনেত্রীর বয়স হয়েছিল ৪৩ বছর। তার মৃত্যু শিল্প জগতের জন্য এক গভীর শোক বয়ে এনেছে।

২০২৩ সালের অক্টোবের তিনি জানিয়েছিলেন, তিনি অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা নামের অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

১৯৯৯ সালে ‘রোসেত্তা’ সিনেমার মুক্তির পর তিনি আলোচনায় আসেন। ‘রোসেত্তা’ সিনেমায় অভিনয় করে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত এই সিনেমাটি কানে স্বর্ণপামও জিতেছিল।

তার ক্যারিয়ারের আলোচিত কিছু কাজের মধ্যে ২০০৯ সালের সিনেমা ‍‍`দ্য গার্ল অন দ্য ট্রেন‍‍` এবং ‍‍`আওয়ার চিলড্রেন‍‍` অন্যতম, যা মুক্তি পায় ২০১২ সালে।

কানে পুরস্কারপ্রাপ্তির ২৫তম বার্ষিকী উদযাপনে গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। এ ছাড়া সেখানে তিনি তার ডিজাস্টার সিনেমা ‘সারভাইভারের‍‍` প্রচারেও অংশ নেন।

গেলবারের কান উৎসবই ছিল এমিলির প্রকাশ্যে সর্বশেষ উপস্থিতি। এরপর থেকে এমিলি শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন।

আরবি/শিতি

Link copied!