রাজধানীর আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্মিলিতভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। নামাজ শেষে সুলতানী আমলের ঐতিহ্য অনুসরণ করে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘোষণা দিয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সুলতানী আমলের ঈদ র্যালির আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
পোস্টে তাশরীফ লিখেছেন, ‘গত কয়েক দিন যাবৎ একের পর এক ভালো সংবাদ আসছে, তার সঙ্গে ঈদ মিলে একটি দারুণ আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের দিন সকালে আমিও আসছি চীন-মৈত্রী মিলনায়তনে (পুরাতন বাণিজ্য মেলার মাঠে)।’
তিনি আরও বলেন, ‘সকাল ৮:৩০ মিনিটে ঈদের জামাত শুরু হবে। তার আগেই আমি চলে আসবো। সবার সঙ্গে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবো, ইনশাআল্লাহ।’
সুলতানী আমলের ঐতিহ্যের কথা উল্লেখ করে তাশরীফ লিখেছেন, ‘নামাজের পরপরই সুলতানী আমলের অনুকরণে আয়োজিত র্যালিটি নিয়ে আমার এক্সাইটমেন্ট বেশি। ভাই, ব্রাদার, বন্ধুদের নিয়ে দল-মত নির্বিশেষে সবাই চলে আসুন, একসঙ্গে আনন্দ করবো। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!’
আপনার মতামত লিখুন :