বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ঢাকাই ছয় সিনেমার লড়াই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৬:০৯ পিএম

ঢাকাই ছয় সিনেমার লড়াই

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা খুঁড়িয়ে চললেও, ঈদুল ফিতরের সময়ে দেখা যায় এক ভিন্ন চিত্র। এই সময় সিনেমাপ্রেমীরা হলমুখী হয় এবং সিনেমা হল গুলো হয়ে ওঠে জমজমাট। এবারের ঈদেও মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। যেগুলো ভিন্নধর্মী এবং দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

একনজরে দেখে নেওয়া যাক এসব সিনেমার বিস্তারিত:

অ্যাকশন থ্রিলার ‘বরবাদ’

অ্যাকশনপ্রেমীদের জন্য মুক্তি পাচ্ছে বড় বাজেটের সিনেমা বরবাদ, যেটি একটি রিভেঞ্জ থ্রিলার। তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয় নির্মাণ করেছেন সিনেমাটি, যেখানে প্রতিশোধ ও প্রতারণার গল্পে জড়িত চরিত্রগুলি। ছবির প্রধান চরিত্রে শাকিব খান, এবং তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। এছাড়া যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখও এতে অভিনয় করেছেন।

সাসপেন্স থ্রিলার ‘জংলি’

পরিচালক এম রাহিমের জংলি সিনেমাটি অ্যাকশন ও সাসপেন্সের মিশ্রণে তৈরি। এটি একটি গল্পের বাঁকবদলের মাধ্যমে দর্শকদের চমকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সিনেমার কাস্টে সিয়াম আহমেদ, শবনম বুবলী, এবং প্রার্থনা ফারদিন দীঘি রয়েছেন।

থ্রিলার ‘দাগি’


নির্মাতা শিহাব শাহীন এবার দাগি সিনেমার মাধ্যমে ঈদে হাজির হচ্ছেন। এটি একটি থ্রিলার সিনেমা, যা সমাজের অন্ধকার দিক এবং রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। সিনেমাটির অভিনয়শিল্পীদের মধ্যে আফরান নিশো, তমা মির্জা, এবং সুনেরাহ বিনতে কামাল রয়েছেন।

হরর সিনেমা ‘জ্বীন থ্রি’

বাংলাদেশে হরর সিনেমার জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই ধারায় মুক্তি পাচ্ছে জ্বীন থ্রি, যা আগের দুই পর্বের মতোই ভয় ও রহস্যে মোড়ানো। আধুনিক ভিএফএক্স ও সাসপেন্সের মিশ্রণে তৈরি এই সিনেমাটির কাস্টে নুসরাত ফারিয়া এবং সজল রয়েছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে।

সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্কর’


চক্কর সিনেমাটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে এক অপরাধ, একাধিক সন্দেহভাজন এবং রহস্যময় গল্প রয়েছে। পরিচালক শরাফ আহমেদ জীবন এই সিনেমার মাধ্যমে নতুন একটি থ্রিলার তৈরি করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, এবং তাঁর বিপরীতে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু।

পারিবারিক গল্প ‘অন্তরাত্মা’

পারিবারিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত অন্তরাত্মা সিনেমাটি পরিচালনা করেছেন ফেরারী ফরহাদের। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান এবং কলকাতার দর্শনা বনিকসহ আরও অনেকে।

এই ছয়টি সিনেমাই দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা দিতে পারে। যেগুলোর মধ্যে আছে অ্যাকশন, থ্রিলার, হরর ও পারিবারিক গল্প।

আরবি/শিতি

Link copied!