ছোট পর্দার তারকা অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তাদের অধিকাংশ নাটকই পেয়েছে দর্শকপ্রিয়তা। ২০১৭ সালে তারা জুটি হয়ে অভিনয় করেন ‘বড় ছেলে’ নামের একটি একক নাটকে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকটি মুক্তি পায় ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। সে সময় নাটকটি দর্শকমহলে তুমুল সাড়া ফেলে।
অন্যদিকে, ছোট পর্দার চলতি সময়ের অভিনেতা নিলয় আলমগীর এবারের ঈদ আয়োজনে নিয়ে আসেন ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নামের একটি নাটক। মহিন খানের পরিচালনায় এতে তার সহশিল্পী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি মুক্তি পায় গত বছর ৯ এপ্রিল।
নতুন খবর হচ্ছে—ইউটিউবে বাংলা নাটকের দর্শকপ্রিয়তায় ১১ মাসে ভাঙল ৮ বছরের রেকর্ড। অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’ নাটককে টপকে শীর্ষে উঠল নিলয় আলমগীরের ‘শ্বশুর বাড়িতে ঈদ’। ৮ বছর আগের মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ এতদিন ছিল ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক (৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার)। মাত্র ১১ মাসে সেই রেকর্ড ভেঙেছে ‘শ্বশুর বাড়িতে ঈদ’। এর ভিউ এখন ৫ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার।
‘বড় ছেলে’ নাটকে দেখানো হয়েছিল মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার প্রেমের গল্প। আর শ্বশুরবাড়িতে ঈদকে কেন্দ্র করে নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুর বাড়িতে ঈদ’র গল্প। বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এজন্যই এটি দর্শক পছন্দ করেছেন বলে জানালেন নাটকের পরিচালক মহিন খান।
আপনার মতামত লিখুন :