শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


এম তারেক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৩:০২ পিএম

‘কষ্ট করে কিছু পেলে তার মূল্য অনেক থাকে’

এম তারেক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৩:০২ পিএম

‘কষ্ট করে কিছু পেলে তার মূল্য অনেক থাকে’

দোলা রহমান। ছবি: সংগৃহীত

আয়রে আয় চাঁদ মামা/চিমটি দিয়ে যা রে/ কে ভালো কে রে মন্দ/আমি চিনি না রে- চাঁদ রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে রীতিমতো ভাইরাল মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার এ গান। যে গানের দৃশ্যে ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবং ওপার বাংলার গ্ল্যামারগার্ল নুসরাত জাহানের রসায়নে উষ্ণতার রেশ ছড়িয়ে পড়েছে দর্শক-শ্রোতার মাঝে।

জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে এ গানটি গেয়ে ঝড় তুলেছেন সুকণ্ঠী গায়িকা দোলা রহমান। বছর তিনেক আগে আবেদনে ভরপুর ‘আমি দোলা’ গানের মাধ্যমে  হৈচৈ ফেলে দিয়েছিলেন পেশায় ব্যারিস্টার এ সুন্দরী। তার কণ্ঠে আরও আগে শোনা গেছে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘ওয়ানওয়ে’, ‘বিগ ব্রাদার’, ‘অগ্নি’, ‘মিশন এক্সট্রিম’ প্রভৃতি সিনেমার গান। ফের আলোচনায় দোলার নতুন গান ‘চাঁদ মামা’।

দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে দোলার ভাষ্য, টিকটক খুললে এক-দুইটা ভিডিও পরপর ‘চাঁদ মামা’ আসছে। এমনকি ওপার বাংলার অনেকে এ গানে টিকটক ভিডিও বানাচ্ছেন। তারকারাও রিলস শেয়ার করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দর্শক আমাকে ‘চাঁদ মামী’ বলে সম্বোধন করছে। আমার ও প্রীতমের অংশগুলো আলাদা করে কেটে রিলস বানিয়ে ছাড়ছে। অন্যরকম ভালো লাগা কাজ করছে।

রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হয়েছে। দুটো চ্যানেলেই ট্রেন্ডিংয়ে আছে এ গান। দোলার মতে, দর্শক যেন চাঁদ মামা দিয়েই ঈদ উদযাপন করেছে।

দোলার কণ্ঠে সেমি ক্লাসিক্যাল গান যেমন শুনছে দর্শক, তেমন শুনছে সিনেমার গান। কীভাবে সম্ভব হচ্ছে জানতে চাইলে দৈনিক রূপালী বাংলাদেশকে দোলা বলেন, আমি ভার্সেটাইল হতে ভালোবাসি। বেসিক ঠিক থাকলে, নিয়মিত চর্চা করলে যেকোনো গান করা সম্ভব। বিভিন্ন জনরার গান হিট করলে সন্তুষ্টি আসে। আমি চাই দর্শক-শ্রোতা আমার গানের জন্য অপেক্ষা করুক। মৌলিক গান দিয়ে দোলাকে চিনুক।

পুরোনো দিনের গান টিকে থাকছে যুগ যুগ ধরে। এ সময়ের গান দ্রুত হারিয়ে যাচ্ছে। দোলার কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, একেক সময়ের চাহিদা একেক রকম। ছোটবেলায় আমরা ক্যাসেট কিনতাম। গানের অ্যালবামের পোস্টার লাগাতাম। দাম দিয়ে গান কিনতে হতো। কষ্ট করে কিছু পেলে তার মূল্য অনেক থাকে। আর এখন সহজে গান শুনতে পারছে শ্রোতারা। এ প্রজন্মও তো অন্যরকম। সুন্দর সুন্দর গান এখনো হচ্ছে। শ্রোতারা বিটনির্ভর গানের মতো মেলোডিয়াস গানও শুনছে। তিনি আরও যোগ করলেন, আগে গান দেখার সুযোগ ছিল না। থাকলে অবশ্যই দর্শক দেখত। আমরা বাইরের মিউজিক ভিডিও দেখতাম। এখন আমরা সুন্দর সুন্দর মিউজিক ভিডিও নির্মাণ করছি। বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছি।

নিজের গান শুনে কী অনুভূতি হয় দোলার? এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, কখনো শতভাগ সন্তুষ্টি আসে না। মনে হয় আরও ভালো করতে পারতাম। 
সংগীতচর্চা ও আইনচর্চার মধ্যে সমন্বয় করে চলছেন দোলা। তিনি কাজ করছেন সুপ্রিম কোর্টে। তার ভাষ্য, মন থেকে চাইলে দুটোকেই সমন্বয় করা সম্ভব। আমি গানের মধ্যে আছি। আর ওকালতি করছি বাবার ইচ্ছায়।

সবশেষে দোলা জানালেন আগামীতে তার সিনেমার গান আসবে। ভাই অদিতের সঙ্গে কাজ করছেন ইউটিউব চ্যানেলের জন্য। দর্শক-শ্রোতাকে ভালো ভালো গান উপহার দিতে চান তিনি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!