মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৩:৪০ পিএম

banner

বাণিজ্যিক সিনেমায় আগ্রহী ইশা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৩:৪০ পিএম

বাণিজ্যিক সিনেমায় আগ্রহী ইশা

ইশা সাহা। ছবি: সংগৃহীত

গত দু’বছরে তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা কম। চলতি বছরে ইন্ডাস্ট্রির চাকা ঘুরতেই ব্যস্ততা বেড়েছে ইশা সাহার। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা অব্যাহত। তবে ইন্ডাস্ট্রির ‘ট্রেন্ড’-এ গা ভাসাতে নারাজ। মাঝে আচমকাই রটে গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি প্রেম করছেন ইশা।

যদিও এই জল্পনা যে নিছক গুঞ্জন সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়েছে। তবে তার নামে রটা কোনো ভুয়া খবর আর সহ্য করবেন না। বরং এবার সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। অভিনেত্রী সম্পর্কে ভুল তথ্য দিলেই নেবেন আইনি পদক্ষেপ।

ইশা সাহার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তাকে আগামীতে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরঙ্গের নাম রে’ সিনেমাতে। এ ছাড়া ইশা সাহাকে দেখা যাবে ‘চেক ইন চেক আউট’ সিনেমায়। আগামী ১৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত দুই বছরে ইশাকে তেমন একটা সিনেমায় দেখা যায়নি। সে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘২০২১-২২ সালে আমি অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছিলাম যেগুলো পরের বছর মুক্তি পেয়েছে। আবার ২০২৩ সালের সিনেমাগুলোর মধ্যে গত বছর অনেকগুলোই মুক্তি পায়নি। গত দেড় বছরে ইন্ডাস্ট্রিতে সিনেমাও তো কমেছে। দারুণ সব সিনেমার প্রস্তাব এসেছে আর আমি ছেড়ে দিয়েছি সে রকমও নয়। সব মিলিয়ে আমিও একটু বিরতি নিতে চেয়েছিলাম।’

সবার মতো ইশাও মূল ধারার সিনেমায় কাজ করতে চান। বললেন, ‘কয়েক বছর আগে এই ধরনের সিনেমা সমান্তরাল ঘরানার তুলনায় একটু পিছিয়ে পড়েছিল। তাই বাণিজ্যিক সিনেমা তৈরিও হচ্ছিল না। এখন আবার নতুন করে বাণিজ্যিক সিনেমাকে নিয়ে ভাবা হচ্ছে। যদি প্রস্তাব আসে, তা হলে নিজেকে সেই মতো তৈরি করে নেব।’

ইশা নতুন সিনেমা ‘তেজপাতা’র শুটিং করছেন। আগামী দিনের কর্মপরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘বড় পর্দায় একেনবাবুর নতুন সিনেমা মুক্তি পাবে। শুনেছি ‘অসুখবিসুখ’ সিনেমাটাও মুক্তি পাবে। সে রকমই চেষ্টা করা হচ্ছে। পূজার সময় ‘ইন্দু’র নতুন সিজন আসতে পারে। সোনাদার নতুন অভিযান ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর শুটিং হয়তো বছরের শেষে শুরু হবে। আপাতত এ নিয়েই ব্যস্ততা।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!