সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১০:১৪ পিএম

৩ বছর পর হিটের আশায় অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১০:১৪ পিএম

৩ বছর পর হিটের আশায় অক্ষয় কুমার

‘কেসারি চ্যাপ্টার ২’ ছবির পোস্টার। ছবিঃ সংগৃহীত

‘কেসারি চ্যাপ্টার ২’ দিয়ে তিন বছরের বক্স অফিস খরা কাটানোর স্বপ্ন দেখছেন বলিউডের খিলাড়ী খ্যাত অক্ষয় কুমার। সিনেমাটি মুক্তির আগেই ২ কোটি রুপি আয় করে চমকে দিয়েছে সবাইকে । মুক্তির দুই দিনের মাথায় বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৩০ কোটি রুপি।​

বিগত তিন বছর অক্ষয়ের জন্য খুব একটা সুখকর ছিল না। ‘খেল খেল মেঁ’ সিনেমাটি দর্শকের মন জয় করতে ব্যর্থ হয়, আয় করেছিল মাত্র ৪০ কোটি রুপি। তারও আগে ‘স্কাই ফোর্স’ ছবির আয় নিয়ে বিতর্ক তৈরি হয়। ছবিটি যদিও ১১০ কোটি রুপি ঘরে তোলে, তবে ট্রেড বিশ্লেষক কমল নাহতা অভিযোগ তোলেন—এই অঙ্ক অতিরঞ্জিত ।​

‘কেসারি চ্যাপ্টার ২’ পরিচালনা করেছেন করণ সিং ত্যাগি। সিনেমাটি নির্মিত হয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস ব্যানারে। এতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন ও অনন্যা পান্ডে। ছবির কাহিনি নির্মিত হয়েছে সি শঙ্করণ নায়ারকে ঘিরে, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুখ খোলা প্রথম সারির এক ব্যারিস্টার ছিলেন। ১৯১৯ সালের জলিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের দায় মাইকেল ও’ডায়ারের কাঁধে চাপিয়ে দেওয়ায় নায়ারকে আদালতে টেনে নেওয়া হয়। ওই সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ও’ডায়ার। তাঁর মদতেই ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ার নির্বিচারে গুলি চালান নিরস্ত্র জনতার ওপর।​

অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি ‘কেসারি চ্যাপ্টার ২’ সিনেমাটিকে ‘একটি শক্তিশালী চলচ্চিত্র’ বলে অভিহিত করেছেন। ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করে তিনি লেখেন, ‘থিয়েটারে দেখে ভালো লেগেছে। অভিনন্দন অমৃতপাল বিন্দ্রা, করণ, অনন্যা—তোমরা খুব ভালো ছিলে। মাধবন স্যার, আপনাকে ভালো লেগেছে। আর অক্ষয় কুমার—আপনার আবেগ ও কঠোর পরিশ্রম স্পষ্ট। এছাড়াও আজিম, সঙ্গীতও দারুণ ছিল।’ এই পোস্টটি প্রযোজক করণ জোহর নিজের ইনস্টাগ্রামে পুনরায় শেয়ার করেন।

‘কেসারি চ্যাপ্টার ২’ এ সেই নায়ারের চরিত্রে অক্ষয় কুমার। কঠিন, তথ্যনির্ভর এই ঐতিহাসিক চরিত্রের মধ্য দিয়ে নতুনভাবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। একাধিক বিফলতার পর এবার যেন ঘুরে দাঁড়ানোর সময়। তার ভক্তরাও আশাবাদী—এইবার বোধহয় পুরনো অক্ষয় ফিরছে।​

আরবি/নক

Link copied!