মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৭:০০ পিএম

বিয়ে বাতিলের পর আবার একসঙ্গে সুইনি ও ডাভিনো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৭:০০ পিএম

বিয়ে বাতিলের পর আবার একসঙ্গে সুইনি ও ডাভিনো

সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিডনি সুইনি ও জনাথান ডাভিনো। ছবি: সংগৃহীত

হলিউডের গসিপ দুনিয়ায় আবারও আলোচনায় হালের লাস্যময়ী অভিনেত্রী সিডনি সুইনি ও তার প্রাক্তন বাগদত্তা জনাথান ডাভিনো। চার বছরের সম্পর্ক আর দুই বছরের বাগদানের পর তারা তাদের বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন।

তবে সম্প্রতি তাদের একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে ভক্তদের মনে প্রশ্ন—তারা কি আবার এক হচ্ছেন?

সিডনি ও ডাভিনোর প্রেম শুরু ২০১৮ সালে। ওই বছরের অক্টোবরেই প্রথম একসঙ্গে দেখা যায় ইনস্টাইল ও কেটস্পেড একটি আয়োজিত ডিনারে। এরপর ২০২২ সালে মার্চে সুইনির আঙুলে একটি বড় হীরার আংটি দেখা গেলে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ‘পিপল’ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুইনি জানান, ‘আমি স্পটলাইটে থাকা কাউকে ডেট করি না… আমি শুধু সাধারণ সিড হতে চাই।’

২০২৫ সালের মার্চে খবর আসে, তারা মে মাসে হওয়ার কথা থাকা বিয়েটি বাতিল করেছেন। সম্পর্কও নাকি আর আগের মতো নেই। ‘দ্য নিউজ ডটকম’ সূত্রে এক ঘনিষ্ঠজন জানান, ‘তারা তাদের সম্পর্ক নিয়ে কাজ করছেন, তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই।’

এ খবর ছড়িয়ে পড়ার পরই সুইনিকে ফ্লোরিডার কি ওয়েস্টে বন্ধুবান্ধবের সঙ্গে কারাওকে করতে দেখা যায়। মঞ্চে উঠে তিনি গেয়েছেন অ্যাডেলের বিখ্যাত বিচ্ছেদের গান ‘সামওয়ান লাইক ইউ’। সেই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ধরে নেন, সুইনি আসলে গান দিয়েই নিজের মনের কথা বলে ফেলেছেন।

এর এক সপ্তাহের মাথায় আবার লস অ্যাঞ্জেলেসে জনাথানের সঙ্গে লাঞ্চ করতে দেখা যায় সুইনিকে, সঙ্গে ছিল তার পোষা কুকুর। ‘পিপল’ মাধ্যমে এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘এই সম্পর্ক শুধু প্রেম ছিল না, এটি ছিল একসঙ্গে থাকা আর ভবিষ্যতের পরিকল্পনার জায়গা। এখনো কিছু বিষয় তারা মেলাতে পারেনি।’

এদিকে, সুইনি এখন তার কেরিয়ার নিয়ে দারুণ ব্যস্ত। ‘পিপল’ মাধ্যমেই আরেকটি সূত্র জানায়, ‘সে এখন এমন একটি ক্যারিয়ারের মধ্যে আছে যা কয়েক বছর আগেও কল্পনা করতে পারেনি। সে একের পর এক প্রজেক্টে কাজ করছে এবং সেটাই এখন তার আসল ফোকাস।’

এর মধ্যে একটা বিষয় ভক্তদের চোখ এড়ায়নি—সিডনি ইনস্টাগ্রাম থেকে ডাভিনোর সঙ্গে নতুন বছরের চুম্বনের ছবিটি মুছে ফেলেছেন। এরপর থেকেই নিশ্চিত মনে করা হচ্ছে, সম্পর্ক আর আগের জায়গায় নেই।

তবে যতই গুঞ্জন থাকুক, এখন পর্যন্ত তারা কেউই সরাসরি বিচ্ছেদ বা মিলনের কথা বলেননি। একদিকে ক্যারিয়ার, আরেকদিকে পুরোনো প্রেম—এই দুইয়ের টানাপোড়েনে সিডনি সুইনির প্রেমজীবন এখন হলিউড গসিপের অন্যতম বড় চর্চার বিষয়।

আরবি/নক

Link copied!