কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে শুরু থেকেই সরব রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শিক্ষার্থীর সঙ্গে অংশ নিয়েছেন রাজপথেও। এবার এই অভিনেত্রী ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। রোববার মধ্যরাতে এক ভিডিও বার্তায় পেঁয়াজ, রসুন ও মুখের ক্রিম থেকে শুরু করে ভারতীয় সকল ধরনের পণ্য ব্যক্তিগতভাবে বর্জনের ঘোষণা দেন।
ভারতীয় সকল পণ্য এখন থেকে সকলের বর্জন করা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘কোটা আন্দোলন নিয়ে আমরা বেশকিছু ভিডিও দেখেছি। সেসব ভিডিওতে পুলিশ বাহিনি হিন্দিতে কথা বলছে। বিভিন্ন ভাবে বিভিন্ন পথ দিয়ে কিছু ভারতীয় সৈন্য আমাদের দেশে প্রবেশ করেছে। তারা যদি আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে থাকে তাহলে আমাদের এ আন্দোলন অবশ্যই ভারত বর্জনের আন্দোলনও হওয়া উচিত। আমরা ভারতকে আমাদের দেশ থেকে আর কোনো সুযোগ সুবিধা নিতে দেব না। তাদের বুঝিয়ে দেব আমাদের দেশে কোনো ভাবেই ঘাটি করতে পারবে না।’
আগেরদিন শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন জানিয়ে ফেসবুকে চমক লেখেন, আজ প্রাণের শহীদ মিনারে মানুষের যে ঢল দেখেছি, তাতে গর্বে বুক ভরে গেছে! এত মানুষ আর এত দেশপ্রেম দেখে বার বার চোখে পানি চলে আসছিল। একদিন এই জেনেরেশনের হাতে দেশ চালানোর দায়িত্ত্ব দিলে আর যাই হোক দেশের এই রকম দশা যে, আর হবে না তা আমি নিশ্চিত হয়ে বলতে পারি।
আপনার মতামত লিখুন :