রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত দেশের একমাত্র সঙ্গীতভিত্তিক টেলিভিশন গানবাংলা ভবনে হামলা করেছে দুষ্কৃতিকারীরা। রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে আন্দোলন থেকে সৃষ্ট সহিংসতায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস।
প্রশ্ন রেখে ফেসবুক পোস্টে তিনি লেখেন, জীবন যুদ্ধে আমি এক লড়াকু সৈনিক, আমার মৃত্যু হয় রোজ, তবু জন্ম নেই দৈনিক-আমি তাপস
বাংলাদেশের একমাত্র সঙ্গীত বিষয়ক টেলিভিশন চ্যানেল গানবাংলা হত্যা করে যারা লাল সবুজ পতাকা উত্তোলন করলেন তাদের প্রতি একটাই প্রশ্ন-কেন?
গানবাংলা ভবনটি আক্রমণ করার সময়য়ের একটি ভিডিওতে দেখা গেছে, ৮ থেকে ১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এমনটি ভেতরে ঢুকে সকল যন্ত্রাংশ ভেঙে বাইরেও ফেলে দেওয়া হচ্ছে। ভবনের সামনেই জ্বলছিল আগুন।
দু’দিন আগেই তাপস সোশ্যাল হ্যান্ডেলে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিলেন ফেসবুকের প্রোফাইল ও কাভারে লাল ছবি সংযুক্ত করে। এরপরেই তার চ্যানেলে হামলা হয়।
আপনার মতামত লিখুন :