নন্দিত পরিচালক বদিউল আলম খোকন। ক্যারিয়ারের ৯৫ ভাগ সিনেমাই ব্যবসায়িক সফলতা পেয়েছে। এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন বরেণ্য এই নির্মাতা। পহেলা নভেম্বর থেকে মা মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় ‘ভয়ংকর আয়নাঘর’ নামের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন।
বদিউল আলম খোকন বলেন, ‘বিগত সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানা যায়। কী ভয়ংকর নিষ্ঠুরতম কাজ। এমন ঘটনা যেনো সমাজে পুনরাবৃত্তি না ঘটে সে জন্যই সিনেমার মাধ্যমে সমাজকে সচেতন করতেই কাজটি শুরু করছি। শিগগিরই শিল্পীদের নাম প্রকাশ করব। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে।’
এর আগে ‘আয়নাঘর’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন মারিয়া তুষার ও জয় সরকার। চলতি বছরই তারা সিনেমাটির নির্মাণ কাজ শেষ করে মুক্তি দিতে চান।