ছাত্র-জনতার আন্দোলনের মুখে সম্প্রতি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আবদার করে গান শুনিয়েছেলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনাকে গণভবনে সামনে পেয়ে ‘আপা, আপনাকে একটা গান শুনাই?’ এমনই আবদার করেছিলেন এই অভিনেতা।
সেসময় একঝাঁক অভিনয়শিল্পীর সামনে প্রধানমন্ত্রীকে ‘চোখ ছল ছল করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই আজ গান একতার’ শিরোনামের একটি গানও শুনিয়েছিলেন।
তবে শেখ হাসিনার পতনের পর সেই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা সেই ভিডিও শেয়ার করে তুলোধুনো করছেন এ অভিনেতাকে। সেই ভিডিওতে শোবিজ অঙ্গনের নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, জায়েদ খান, চিত্রনায়ক রিয়াজ, এলিনা শাম্মী, সাব্বির আহমেদসহ একঝাঁক অভিনয়শিল্পীকেও দেখা যায়।
আবার কোটা আন্দোলনের মতো একটি যোক্তিক আন্দোলনে টু শব্দও করেননি তিনি। আর তাতেই ক্ষোভে ফুঁসে উঠছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। মূলত বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নীরব ভূমিকা পালন করায় এ অভিনেতার ওপর ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত একটি কথাও বলেননি অভিনেতা চঞ্চল চৌধুরী।