ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

প্রকাশ্যে ধর্ষণের হুমকি মিমিকে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৯:২৮ পিএম
মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন এক নেটিজেন।

জানা গেছে, আরজি কর-কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লাখ রুপি ক্ষতিপূরণের কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা অস্বীকার করে নিহত তরুণীর পরিবার। এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি পেয়েছেন মিমি চক্রবর্তী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, এমন ঘটনা যদি মিমির সঙ্গে ঘটত তাহলে মিমির পরিবারকেও ১০ লাখ রুপি দেওয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ রুপি দিয়ে দেব। পোস্টটি নজর এড়ায়নি মিমির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেটি শেয়ার করেছেন তিনি। কলকাতা পুলিশকে ট্যাগ করে ক্যাপশনে মিমি লিখেছেন, আমরা কি এ কারণেই লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাচ্ছি, তাই না?

আরও লিখেছেন, ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছেন এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।