ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বন্যা নিয়ে কথা বলে তোপের মুখে আরিফিন শুভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৭:৫৬ পিএম

বন্যা নিয়ে কথা বলে তোপের মুখে আরিফিন শুভ

আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ। শিক্ষার্থীদের আন্দোলনে ছিলেন নীরব ভূমিকায়। এ নিয়ে ফেসবুকে তাকে একটি শব্দও লিখতে দেখা যায়নি। বরং আন্দোলন যখন চরমে তখন দিলেন বিবাহবিচ্ছেদের খবর। এ নিয়ে সে সময় কম সমালোচনা হয়নি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও খোঁজ নেই তার। হঠাৎ করেই সরব হলেন তিনি। বানভাসিদের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন শুভ। তবে এটি করে উল্টো বেশ তোপের মুখে পড়তে হয়েছে তাকে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এই অভিনেতা ফেসবুকে লেখেন, ‘ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যাকবলিত এলাকার মানুষ, পশুপাখিসহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হন আমাদের।’

এরপরই সেই পোস্টে নেটিজেনরা ক্ষোভে তুলকালাম বাঁধিয়ে দেন। কেউ করেছেন কটাক্ষ! সানজিদা আক্তার নামে একজন লেখেন, ‘আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা!’ রাসেল রায়হান লেখেন, ‘অবশেষে আপনিও আসলেন।’ হোজ্জাতুল্লাহ বিন শরীফ নামের একজনের আংশিক মন্তব্য এমন, ‌‘এখন ভাইজান বের হয়ে এসেছেন। কারণ রক্তের বন্যায় রিস্ক আছে, পানির বন্যায় রিস্ক কম!’

মেহেদী হাসান নামে অন্য একজন লেখেন, ‘তুমি না বলেছিলে, ভারত-বাংলাদেশ ভাই-ভাই! এই নমুনা ভাইদের?’ আরোসা মনি নামে একজন লেখেন, ‘জুলাই মাসে চুপ ছিলেন, আজ আসছেন মানবতা দেখাইতে ভাই।’

বাংলাদেশ ও ভারতের পৃষ্ঠপোষকতায় তৈরি ‌‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু ভূমিকায় ছিলেন শুভ। ১ টাকা পারিশ্রমিক নিয়ে কাজটি করেন তিনি। তবে পেয়েছেন সরকারি জমিও। যা নিয়ে সেসময়ই হয়েছিল সমালোচনা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!