গত দুই দিনে বন্যার পানি বেড়ে যাওয়াতে ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ঢাকায় অবস্থান করলেও তার ফেনীর উকিলপাড়ার বাড়ির দোতলা পর্যন্ত পানি উঠেছে। এই বাড়িতে পুতুলের ভাই তার পরিবার নিয়ে থাকতেন। পাশে বড় বোনও থাকতেন। শহরের সেই বাড়িতে পানিবন্দী সবাই। বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজও পাচ্ছে না পুতুল!
এ তথ্য জানিয়ে পুতুল বলেন, ‘ফেনী শহরে আমাদের বাড়ি। সেই বাড়িতে আমার ভাই, ভাবী আর তাদের ছোট ছোট দুটো ছেলেমেয়ে থাকে; থাকে ভাড়াটিয়া। ফেনীতেই থাকে আমার সেজো বোনও। তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে। এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা। কিন্তু কোথায় আছে, কেমন আছে; কিছুই জানি না। ভীষণ অসহায়বোধ করছি। এই কালোরাত কবে হবে শেষ!
জানা গেছে, তিনতলা বাড়ির দোতলায় পুতুলের ভাইয়ের পরিবার আর ভাড়াটে থাকেন। বোন থাকেন শহরের বাইরে। এদিকে, বন্যার পানি ফেনী শহরের রাস্তাঘাট যখন ডুবিয়ে দেয়, তখন ফেসবুক পোস্টে পুতুল লেখেন, ‘আহা! আমার ফেনী পানির তলায়। সবাই সবার সাধ্যমতো দুর্গতদের পাশে দাঁড়াই; বন্যায় আক্রান্ত মানুষগুলোকে বাঁচাই...।’