নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে কণ্ঠশিল্পী স্বাধীন বাবু গাইলেন ‘ফিরে এসো তসলিমা নাসরিন’। গানটির কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণও করেছেন স্বাধীন বাবু নিজেই। গান গাওয়ার পাশাপাশি মডেল হয়েছেন তিনি এবং তার সঙ্গে জুটি বেঁধেছেন সুরভী আক্তার মালা।
সংগীতায়োজন করেছেন শামীম আশিক। আজ ২৫ আগস্ট তসলিমা নাসরিনের জন্মদিন। গান প্রকাশের এ দিনটিই বেছে নিয়েছেন শিল্পী। এটি প্রকাশ হবে লেখকের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে।
গান সম্পর্কে স্বাধীন বাবু বলেন, ‘এ গানটি তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান এবং এটাও এক ধরনের প্রতিবাদ। তসলিমা নাসরিনের মতো বরেণ্য ব্যক্তির দোয়া, আশীর্বাদ ও শ্রোতাদের ভালোবাসাই আমার একমাত্র কাম্য।’
আপনার মতামত লিখুন :