রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৭:২৮ পিএম

৫ হাজার মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন কায়েস আরজু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৭:২৮ পিএম

৫ হাজার মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন কায়েস আরজু

চিত্রনায়ক কায়েস আরজু। ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা দুর্গত পাঁচ হাজার মানুষের চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’-এর মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। বুধবার (২৮ আগস্ট) সংগঠনটির কার্যালয়ে দুর্গতদের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনে জমা দেন এই চিত্রনায়ক। আগামী শুক্রবার থেকে বন্যা দুর্গতদের জন্য শুরু হচ্ছে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প। প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তার নিয়ে ক্যাম্পগুলোর আয়োজন করেছে ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’।

এ প্রসঙ্গে কায়েস আরজু দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘বন্যার্তদের জন্য মেডিক্যাল ক্যাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি অবগত। সে কারণেই নির্ভরযোগ্য কারো সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’ দুর্গতের জন্য মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। অতীতে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এটাকেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে বেছে নিলাম।’

সোহেল অটল ও কায়েস আরজু। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘মেডিক্যাল সাপোর্টের বাইরেও ত্রাণ সহায়তার ব্যবস্থাও আমি করব। তবে ত্রাণ দেওয়ার মানুষ প্রচুর আছেন। দুর্গতদের চিকিৎসা সহায়তা করার মানুষ কম। সে কারণেই এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

সংগঠনটির প্রেসিডেন্ট সোহেল অটল জানান, বন্যার পানি নেমে যাওয়ার সময় দুর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন মেডিক্যাল সাপোর্ট জরুরি হয়ে পড়ে। আমরা এর আগে ২০২২ সালে সিলেট-সুনামগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছি। তখন বুঝেছি, মেডিক্যাল সাপোর্টটা মানুষের কত জরুরি। চিত্রনায়ক কায়েস আরজু আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সঙ্গে যুক্ত হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!