এ প্রজন্মের মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী। আন্দোলনের কারেণে তার বেশ কয়েকটি নাটকের কাজ পিছিয়ে গিয়েছিল। বর্তমানে সেগুলোর শুটিংয়ের পরিকল্পনা চলছে। সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে শুটিং শুরু হবে দৈনিক রূপালী বাংলাদেশ-কে জানিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা অভিনীত প্রচারের অপেক্ষায় আছে এসআই সোহেল পরিচালিত একক নাটক ‘বরিশালে শশুর বাড়ি’ এবং শেষ করেছেন কায়সার আহমেদ পরিচালিত ‘স্বপ্নের রানী’ ধারাবাহিকের কাজ। নাটক দুটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক ‘মুসা’। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে কাজ করতে চান জানিয়ে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘কানাডাতে আমার নতুন দুটি সিনেমার কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই জানাব। অভিনয়ে নিজেকে ডুবে রাখতে চাই। পর্দা বিষয় না আমি নিয়মিত অভিনয় করতে চাই। সেটা নাটক, সিনেমা কিংবা ওটিটি যেখানেই হোক না কেন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন আমাদের অনেক ভালো ভালো নাটক নির্মিত হচ্ছে। প্রচারের মাধ্যমও অনেক। ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে ওটিটিতে কাজ করতে চাই। আমি সাহসী একজন মেয়ে। সাহসী চরিত্রেও আপত্তি নেই। সেটা যদি গল্পের প্রয়োজনে দরকার হয়। মোট কথা পর্দায় নিজেকে নিয়মিত দেখতে চাই।’
প্রিয়াঙ্কা জামান অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘তবুও প্রেম দামি’। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। এখানে তাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইফ খান।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভিতে ‘ছায়াছন্দ’ অনুষ্ঠান উপস্থাপনা করে আলোচনায় আসেন। উপস্থাপনার পাশাপাশি অনেক নাটকে তিনি অভিনয় করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে তাকে মডেল হিসেবে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :