শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৯:৫৪ পিএম

সংসার বিচ্ছেদের ঘোষণা নির্মাতা দীপংকর দীপনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৯:৫৪ পিএম

সংসার বিচ্ছেদের ঘোষণা নির্মাতা দীপংকর দীপনের

স্ত্রী সংযুক্তা মিশুর সঙ্গে নির্মাতা দীপংকর দীপন। ছবি: সংগৃহীত

সংসার বিচ্ছেদের ঘোষণা দিলেন ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপংকর দীপন। স্ত্রী সংযুক্তা মিশুর সঙ্গে সব সর্ম্পক ছিন্ন করতে যাচ্ছেন তিনি। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের সংসার ভাঙার খবর জানিয়েছেন তিনি। 

যেখানে দীপন বলেছেন, আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোন প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।

এদিকে বিচ্ছেদের পরপরই ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন দীপনের প্রাক্তন স্ত্রী। যেখানে তিনি লিখেছেন,‘তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে। কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীনভাবে হত্যা করেছো। অন্ধকার কারাগারে আমার রঙ্গীন নেশাকে বিবস্ত্র করেছো।’

মিশু স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘আমার দৃষ্টিকে টেনে হিঁচড়ে কালো দেয়ালে শূলবিদ্ধ করেছ। তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহিতা করা হয় তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর। কিন্তু তোমাকে ক্ষমা মঞ্জুর না…সত্যিই না…।’

প্রসঙ্গত, গত বছরই এক নায়িকার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দীপন ও মিশুর সংসারে ফাটলের চিত্র প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। সেই দূরত্ব থেকেই কিনা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দু’জন। ঘটনার সূত্রপাত সেলিব্রিটি ক্রিকেট লিগ। এর ঘোষণা পর্বে অংশ নিয়েছিলেন দীপংকর দীপন। সেখানে শোবিজের আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। পুত্র রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন পরীমণিও। নায়িকার সন্তানকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন দীপনও। তখন তাঁর পাশে এসে দাঁড়ালেন নায়িকা জাহারা মিতু। দুজনেই হাসিমুখে ক্যামেরায় দিলেন পোজ। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন জাহারা মিতু।

ক্যাপশনে লেখেন, ‘‘আমাদের একটা ‘পরীর বাচ্চা’ আছে।” বিষয়টিকে আলাদাভাবে দেখেননি নির্মাতা দীপন। কিন্তু পরক্ষণেই টের পান, নেটিজেনদের অনেকে তার ও মিতুর মধ্যে ‘বিশেষ সম্পর্ক’র অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। মিতুর পোস্টের স্ক্রিনশট নিয়ে লম্বা স্ট্যাটাস দেন নির্মাতা। এ পর্যায়ে লেখেন, ‘আর পারিবারিক অশান্তির কথা তো না-ই বললাম, সেটা সবাই বুঝবে।’

ঘটনায় তৃতীয় ব্যক্তির আগমন ঠিক এখানেই। তিনি ছিলেন দীপনের সেই সময়ের স্ত্রী সংযুক্তা। তিনিও পোস্ট দিয়েছিলেন। সোশ্যাল হ্যান্ডেলে সংযুক্তা বললেন, ‘নির্মাতা দীপংকর দীপন কার সঙ্গে মেশে, কী খায়, কী পরে, কোন দেশে যায়, আর কী কী করে বেড়ায়, আমি সেটা জানি না। আর কেন জানি না, এটা আমাদের, মানে আমার আর দীপনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাকে নিজেদের দোষ ঢাকতে বলির পাঁঠা বানাবেন না।’

আরবি/জেডআর

Link copied!